Ajker Patrika

বর্জ্য সরছে না দুই মাস দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

আপডেট : ১৭ মে ২০২২, ০৮: ৫৮
বর্জ্য সরছে না দুই মাস দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বিভিন্ন স্থানের ডাস্টবিনে জমে থাকছে ময়লা-আবর্জনা। এসব বর্জ্য দুই মাস ধরে অপসারণ না করায় দূষিত হচ্ছে পরিবেশ। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

জানা যায়, সোনারগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে পৌরসভা কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা ফেলার জন্য ১২টি ডাস্টবিন বসায়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা দুদিন পরপর এসব ডাস্টবিনে জমে থাকা ময়লা-আবর্জনা নির্দিষ্ট ট্রাকে করে পৌরসভা ভবনের পাশে একটি নির্জন জায়গার নালায় ফেলতেন। ছয় বছর ধরে ওই নালাতেই পৌর এলাকার সব ধরনের ময়লা-আবর্জনা ফেলে আসছে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। দুই মাস আগে ওই নালাকে নিজের মালিকানা দাবি করে এক ব্যক্তি আবর্জনা ফেলতে নিষেধ করেন। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা যাতে আবর্জনা ফেলতে না পারে, সে জন্য নালার চারদিকে বাঁশ দিয়ে বেড়া দেন। ওই নালায় ময়লা ফেলতে না পেরে পরিচ্ছন্নতাকর্মীরা দুই মাস ধরে ডাস্টবিনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করতে আসছেন না। দুই মাস ধরে ডাস্টবিন থেকে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ না করার কারণে দুর্গন্ধে পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে দূষিত হচ্ছে পরিবেশ।

পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন ডাস্টবিনের সামনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে ডাস্টবিনে ময়লা-আবর্জনার স্তূপে কুকুর-বিড়াল উচ্ছিষ্ট খাচ্ছে। ময়লার পাশ দিয়ে যেসব যানবাহনে মানুষ চলাচল করছে, সেগুলোর চালক, যাত্রী ও পথচারীরা নাকে মুখে হাত দিয়ে চলাচল করছে।

ভবনাথপুর মহল্লার বাসিন্দা সুলতান মিয়া জানান, দুই মাস ধরে ময়লা-আবর্জনা অপসারণ না করায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। আবর্জনার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের বাড়িঘরে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ ছাড়া পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

সোনারগাঁ পৌরসভার সচিব শামসুল আলম জানান, পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং স্টেশনের জায়গাকে এক ব্যক্তি মালিকানা দাবি করে ময়লা-আবর্জনা ফেলতে দিচ্ছেন না। বিকল্প ডাম্পিং স্টেশন না থাকায় ময়লা-আবর্জনা অপসারণ করা যাচ্ছে না। এ কারণে পৌরবাসী দুর্ভোগে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত