Ajker Patrika

ভারী যানে সড়কের বারোটা

হবিগঞ্জ প্রতিনিধি
ভারী যানে সড়কের বারোটা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ভারী যানবাহনে বালু ও মাটি বহন করায় নষ্ট হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক। এতে সড়কটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের আব্দাকামাল গ্রামের পাশে  শিল্পকারখানা করার জন্য একটি কোম্পানি কয়েক একর জমি কেনার উদ্যোগ নেয়। অধিকাংশ কৃষিজমি হওয়ায় কোম্পানি বাধার মুখে পড়ে।

একপর্যায়ে জমি কেনা এবং মাটি ও বালু সরবরাহের জন্য দেবীপুর গ্রামের শফিক মিয়া ও আব্দাকামাল গ্রামের কয়েকজনের নেতৃত্বে শতাধিক লোক নিয়ে চক্র গড়ে তোলে ওই কোম্পানি। পরবর্তীতে ওই চক্রের মাধ্যমে কয়েক একর জমি কেনে কোম্পানি কর্তৃপক্ষ। ওই চক্র জমি ভরাট করার জন্য বিভিন্ন স্থান থেকে বালু ও মাটি সরবরাহ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব বালু ও মাটি বহন করার জন্য ভারী যানবাহন ব্যবহার করা হচ্ছে। এতে ডুবাঐ বাজার থেকে ফতেহপুর পর্যন্ত এলজিইডির সড়কের এক-দেড় কিলোমিটারের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চক্রের সদস্য শফিক মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা মাটি ও বালু কোম্পানিতে দিই। রাস্তা ভেঙে যাওয়ার বিষয়ে জানি না। কোম্পানি কর্তৃপক্ষ জানেন, তাঁরা কীভাবে প্রতিশ্রুতি দিয়েছেন।’

স্নানঘাট ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হক রাহিন বলেন, প্রতিদিন শত শত ভারী যানবাহনে মাটি ও বালু অতিরিক্ত বোঝাই করে শতাধিক গ্রামের মানুষের চলাচলের রাস্তা ভেঙে চুরমার করে দিচ্ছেন সিন্ডিকেট ব্যবসায়ীরা। কেউ প্রতিবাদ করলে তাঁদের হুমকি দেওয়া হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রাকিব হাসান বলেন, ‘খবর পেয়ে যানবাহন বন্ধ করে দিয়েছিলাম।

তখন কোম্পানির লোকজন এসে ভারী যানবাহন ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন। পরে কিছুদিনের জন্য ছোট ছোট গাড়ি দিয়ে জরুরি কাজে কিছু মালামাল নেওয়ার অনুরোধ করেন। এতে রাস্তার কোথাও কোনো সমস্যা হলে নিজ দায়িত্বে মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কোম্পানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত