চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে মাঠজুড়ে সোনালি ধান। কেউ কাটছেন, কেউ বা আঁটি বাঁধছেন। আবার কৃষকেরা মনের আনন্দে বাড়ির উঠোনে বা মাঠে ধান মাড়াইয়ের কাজ করছেন। আমন কাটা নিয়ে এমন চিত্র দেখা যাচ্ছে বরেন্দ্র অঞ্চলে। তবে এবারও আমনের ফলন ভালো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর আবাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল প্রায় ৫৩ হাজার ২২০ হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ৫২ হাজার ৮৪০ হেক্টরে। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৪৯ হাজার ৬৬৯ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৯ হাজার ৮৩০ হেক্টর জমিতে ৪৬ হাজার ৪৪৭ মেট্রিক টন ধান, নাচোলে ২২ হাজার ৫২০ হেক্টরে ১ লাখ ৬ হাজার ৪০৭, গোমস্তাপুরে ১৫ হাজার ৪৯০ হেক্টরে ৭৩ হাজার ১৯০, ভোলাহাটে ৪ হাজার ৪৫০ হেক্টরে ২১ হাজার ২৬ এবং শিবগঞ্জে ৫৫০ হেক্টরে ২ হাজার ৫৯৯ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ধান কাটা ও ঘরে তোলার দৃশ্য।
বরেন্দ্র অঞ্চলখ্যাত ঝিলিমের কালুপুর এলাকার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এ বছর আমন ধানের উৎপাদন আশানুরূপ ভালো হয়েছে। এবার ধানে তেমন রোগবালাই দেখা যায়নি। বর্তমানে ধানের দাম ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
কালুপুর গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তিনি। ফলন ভালো হওয়ায় ও কাঙ্ক্ষিত দাম পাওয়ায় এবার তাঁদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
নেজামপুরের কৃষক দুলাল উদ্দিন বলেন, প্রতি বিঘা জমিতে ধানের উৎপাদন হয়েছে ১৮ থেকে ২২ মণ আর মোট খরচ হয়েছে সাড়ে ৮ থেকে ১০ হাজার টাকা। এবার আবহাওয়া অনুকূল থাকায় সেচ খরচ কম লেগেছে। রৌদ্রোজ্জ্বল দিন থাকায় পোকামাকড়ের উপদ্রব কম ছিল। এ ছাড়া ধানের দাম ভালো রয়েছে, এটি বজায় থাকলে ভবিষ্যতে আরও আবাদ বাড়বে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এবার আবহাওয়া অনুকূল থাকায় ধান উৎপাদন ব্যাহত হয়নি। ইতিমধ্যে ৬৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে। কৃষকেরা এবার ধানের দাম ভালো পাওয়ায় তাঁদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে মাঠজুড়ে সোনালি ধান। কেউ কাটছেন, কেউ বা আঁটি বাঁধছেন। আবার কৃষকেরা মনের আনন্দে বাড়ির উঠোনে বা মাঠে ধান মাড়াইয়ের কাজ করছেন। আমন কাটা নিয়ে এমন চিত্র দেখা যাচ্ছে বরেন্দ্র অঞ্চলে। তবে এবারও আমনের ফলন ভালো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর আবাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল প্রায় ৫৩ হাজার ২২০ হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ৫২ হাজার ৮৪০ হেক্টরে। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৪৯ হাজার ৬৬৯ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৯ হাজার ৮৩০ হেক্টর জমিতে ৪৬ হাজার ৪৪৭ মেট্রিক টন ধান, নাচোলে ২২ হাজার ৫২০ হেক্টরে ১ লাখ ৬ হাজার ৪০৭, গোমস্তাপুরে ১৫ হাজার ৪৯০ হেক্টরে ৭৩ হাজার ১৯০, ভোলাহাটে ৪ হাজার ৪৫০ হেক্টরে ২১ হাজার ২৬ এবং শিবগঞ্জে ৫৫০ হেক্টরে ২ হাজার ৫৯৯ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ধান কাটা ও ঘরে তোলার দৃশ্য।
বরেন্দ্র অঞ্চলখ্যাত ঝিলিমের কালুপুর এলাকার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এ বছর আমন ধানের উৎপাদন আশানুরূপ ভালো হয়েছে। এবার ধানে তেমন রোগবালাই দেখা যায়নি। বর্তমানে ধানের দাম ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
কালুপুর গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তিনি। ফলন ভালো হওয়ায় ও কাঙ্ক্ষিত দাম পাওয়ায় এবার তাঁদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
নেজামপুরের কৃষক দুলাল উদ্দিন বলেন, প্রতি বিঘা জমিতে ধানের উৎপাদন হয়েছে ১৮ থেকে ২২ মণ আর মোট খরচ হয়েছে সাড়ে ৮ থেকে ১০ হাজার টাকা। এবার আবহাওয়া অনুকূল থাকায় সেচ খরচ কম লেগেছে। রৌদ্রোজ্জ্বল দিন থাকায় পোকামাকড়ের উপদ্রব কম ছিল। এ ছাড়া ধানের দাম ভালো রয়েছে, এটি বজায় থাকলে ভবিষ্যতে আরও আবাদ বাড়বে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এবার আবহাওয়া অনুকূল থাকায় ধান উৎপাদন ব্যাহত হয়নি। ইতিমধ্যে ৬৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে। কৃষকেরা এবার ধানের দাম ভালো পাওয়ায় তাঁদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫