Ajker Patrika

চাঁপাইয়ে আমনের ফলনে খুশি কৃষক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ১৩
চাঁপাইয়ে আমনের ফলনে খুশি কৃষক

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে মাঠজুড়ে সোনালি ধান। কেউ কাটছেন, কেউ বা আঁটি বাঁধছেন। আবার কৃষকেরা মনের আনন্দে বাড়ির উঠোনে বা মাঠে ধান মাড়াইয়ের কাজ করছেন। আমন কাটা নিয়ে এমন চিত্র দেখা যাচ্ছে বরেন্দ্র অঞ্চলে। তবে এবারও আমনের ফলন ভালো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর আবাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল প্রায় ৫৩ হাজার ২২০ হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ৫২ হাজার ৮৪০ হেক্টরে। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৪৯ হাজার ৬৬৯ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৯ হাজার ৮৩০ হেক্টর জমিতে ৪৬ হাজার ৪৪৭ মেট্রিক টন ধান, নাচোলে ২২ হাজার ৫২০ হেক্টরে ১ লাখ ৬ হাজার ৪০৭, গোমস্তাপুরে ১৫ হাজার ৪৯০ হেক্টরে ৭৩ হাজার ১৯০, ভোলাহাটে ৪ হাজার ৪৫০ হেক্টরে ২১ হাজার ২৬ এবং শিবগঞ্জে ৫৫০ হেক্টরে ২ হাজার ৫৯৯ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ধান কাটা ও ঘরে তোলার দৃশ্য।

বরেন্দ্র অঞ্চলখ্যাত ঝিলিমের কালুপুর এলাকার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এ বছর আমন ধানের উৎপাদন আশানুরূপ ভালো হয়েছে। এবার ধানে তেমন রোগবালাই দেখা যায়নি। বর্তমানে ধানের দাম ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

কালুপুর গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তিনি। ফলন ভালো হওয়ায় ও কাঙ্ক্ষিত দাম পাওয়ায় এবার তাঁদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নেজামপুরের কৃষক দুলাল উদ্দিন বলেন, প্রতি বিঘা জমিতে ধানের উৎপাদন হয়েছে ১৮ থেকে ২২ মণ আর মোট খরচ হয়েছে সাড়ে ৮ থেকে ১০ হাজার টাকা। এবার আবহাওয়া অনুকূল থাকায় সেচ খরচ কম লেগেছে। রৌদ্রোজ্জ্বল দিন থাকায় পোকামাকড়ের উপদ্রব কম ছিল। এ ছাড়া ধানের দাম ভালো রয়েছে, এটি বজায় থাকলে ভবিষ্যতে আরও আবাদ বাড়বে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এবার আবহাওয়া অনুকূল থাকায় ধান উৎপাদন ব্যাহত হয়নি। ইতিমধ্যে ৬৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে। কৃষকেরা এবার ধানের দাম ভালো পাওয়ায় তাঁদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত