Ajker Patrika

প্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুই মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুই মামলা

হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ আওয়ামী লীগের ১৫৫ নেতা-কর্মীর নামে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় পৃথক দুটি মামলা করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

গত শুক্রবার রাতে মুক্তাগাছার সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ এবং দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুই মামলাতেই সাবেক প্রতিমন্ত্রীকে ১ নম্বর আসামি করা হয়েছে। 

শহিদুলের মামলায় ৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সংঘবদ্ধ হয়ে হাসিনা সরকার পতনের আগের দিন রাতে বাদীর বাড়ির সামনে মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করেন। পরে তাঁরা বাদীর বাড়িঘরে হামলা ও লুটপাট চালান। এ সময় তাঁরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। 

তারিকুলের মামলায় ৯২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, আসামিরা বড়হিস্যা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। 

দুই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আরব আলী, জেলা পরিষদের সদস্য ও যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি এবং উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুল হক ইদু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত