Ajker Patrika

স্কুল-কলেজের সামনে সিগারেট বিক্রি বন্ধ দাবি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৩
স্কুল-কলেজের সামনে সিগারেট বিক্রি বন্ধ দাবি

শিক্ষার্থীদের তামাক থেকে দূরে রাখতে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে সিগারেট বিক্রি বন্ধ চান বরিশালের একদল তরুণ। তাই নগরীর স্কুল ও কলেজের সামনে সিগারেট বিক্রি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে তরুণদের সংগঠন ‘দি অডেশাস্’।

গতকাল সোমবার নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের ৬-এর (ক) ধারায় বলা আছে, অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) কোনো ব্যক্তির কাছে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না, অথবা ওই ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরণের কাজে নিয়োজিত করবেন না বা করাবেন না। এ বিধান লঙ্ঘন করলে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।

সংগঠনটির সভাপতি সাংবাদিক সাঈদ পান্থর সভাপতিত্বে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক, ‘দি অডেশাস্’ এর সাংগঠনিক সম্পাদক হৃদয় শিংহানীয়া, সহ-অর্থসম্পাদক অয়ন রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত