Ajker Patrika

নওগাঁয় মাদকসহ চারজন গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৮: ৫৬
নওগাঁয় মাদকসহ চারজন গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে মাদকসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গভীর রাতে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চকমোমিন এলাকার বাসিন্দা মো. আনারুল ইসলাম (৪৫), মো. শাহারিয়ার হোসেন (২৫), মো. সাদ্দাম হোসেন (২৪) ও চকগোবিন্দ এলাকার বাসিন্দা মো. মমিন (২৫)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় চকগোবিন্দ মহল্লার বাসিন্দা মো. মমিনের বাড়ি থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর মধ্যে ওই বাড়িতে থাকা আনারুলের কাছে লুকিয়ে রাখা ১০টি, মমিনের কাছে ৫টি, শাহারিয়ারের কাছে ৫টি এবং সাদ্দামের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পত্নীতলা থানার উপপরিদর্শক মঞ্জুর কাদের বলেন, তাঁরা একসঙ্গে মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে মমিনের বাড়িতে আসর বসিয়েছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত