Ajker Patrika

প্রার্থীর মৃত্যুতে ইউপি নির্বাচন স্থগিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
প্রার্থীর মৃত্যুতে ইউপি নির্বাচন স্থগিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সামসুজ্জোহা সামুর মৃত্যুতে ইউপির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তফসিল ঘোষণার পরে বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হন সামসুজ্জোহা। তফসিল হওয়ায় আগে তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৪ ডিসেম্বর তিনি মারা যান। সামসুজ্জোহার মৃত্যুর পর ৫ ডিসেম্বর তাঁর পরিবারের সদস্যরা মৃত্যু সনদ ও নির্বাচন বন্ধ রাখার জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি আবেদন দাখিল করেন।

এদিকে গত ৫ ডিসেম্বর বিকেলে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রাখার জন্য প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশনে পাঠান উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকার। এই আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার বিকেলে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ঝলইশালশিড়ি ইউপির চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ভোট স্থগিত কো হয়েছে।

প্রজ্ঞাপনটি বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত