Ajker Patrika

বরিশালে বিএনপির সমাবেশ ঘিরে বাড়ছে উত্তাপ

খান রফিক, বরিশাল
আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১১: ২৫
বরিশালে বিএনপির সমাবেশ ঘিরে বাড়ছে উত্তাপ

বিএনপির গণসমাবেশ যত এগিয়ে আসছে, বরিশালে উত্তেজনা তত বাড়ছে। গত সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ একযোগে ৩০টি ওয়ার্ডে মিছিল বের করেছে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে মিছিল হলেও স্লোগান ছিল বিএনপির বিরুদ্ধে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে হামলা ও ধরপাকড়ের অভিযোগ উঠেছে। এ অবস্থায় ৫ নভেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক মাঠ ক্রমেই অস্থির হচ্ছে। তবে বিএনপি এরই মধ্যে সমাবেশস্থল প্রস্তুতসহ ব্যাপক প্রচার চালাচ্ছে গোটা বিভাগে।

সোমবার সন্ধ্যার পর নগরের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কেফায়েত হোসেন রনির নেতৃত্বে একটি মিছিল বের হয়। তাতে নেতা-কর্মীদের স্লোগান ছিল ‘বিএনপির দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘হই হই রই রই, তোরা গেলি কই’। নগরের ৩০টি ওয়ার্ড থেকে একই সময় এমন স্লোগানে মিছিল বের হয়। ওই রাতে নগরের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সজিব মিষাদ বেগের ওপর হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা কালাম মোল্লার লোকজনের বিরুদ্ধে।

এদিকে বাকেরগঞ্জের সাবেক এমপি আবুল হোসেন খানের প্রচারণায় বাধা ও লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহতও হয়েছেন। তবে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, সাবেক এমপি আবুল হোসেন এলাকায় মিছিল ঢুকিয়েছে। একই সময় তাঁর দলীয় প্রতিপক্ষ শওকত চেয়ারম্যানের পক্ষও মিছিল বের করে। এ অবস্থায় পুলিশ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে।

জানা যায়, উত্তর জেলা বিএনপির সম্পাদক মুকুলের গৌরনদীর বাসায় পুলিশ তল্লাশি করেছে, বেতাগী বিএনপির আহ্বায়ক হুমায়ুনের বাসায় পুলিশ গেছে এবং বানারীপাড়ায় লাঞ্ছিত করা হয়েছে বিএনপির নেতা গোলাম মাহামুদ মাহাবুব মাস্টারকে।

জানতে চাইলে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু বলেন, ‘আমরা কি রাজনীতি করতে পারব না? জঙ্গি, জামায়াতবিরোধী স্লোগানে কেউ যদি ভীত হয়, তাহলে আওয়ামী লীগের কী করার আছে?’

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ জনসমাগম থামাতে হুমকি-ধমকি দিচ্ছে। নেতা-কর্মীদের ওপর হামলা করছে। কিন্তু এই গণসমাবেশ এবার মহাসমাবেশে পরিণত করতে চায় বরিশাল বিএনপি। এ জন্য চলছে ব্যাপক প্রচার।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ১০টায় নগরের ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় প্রচার চালান গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ নেতারা। এর পরপরই বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে আদালত এলাকায় প্রচার চালানো হয়। বিকেলে প্রচার উপকমিটির উদ্যোগে চলে লিফলেট বিতরণ।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে জানান, বেলস পার্ক মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়ে গেছে। পুরোদমে চলছে প্রচার। কিন্তু সমাবেশ বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। হামলা, পুলিশি তল্লাশি উপেক্ষা করে তাঁরা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ জেড এম জাহিদ হাসান জানান, ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশের মাধ্যমে এই সরকারকে বিদায় জানাবে জনগণ। সেই সঙ্গে বরিশালের এই গণসমাবেশ ঘিরে বরিশাল সমাবেশের নগরী হয়ে উঠবে। ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও খুলনায় বাধাগ্রস্ত করে বিএনপির জনস্রোত ঠেকিয়ে রাখতে পারেনি। এবার বরিশালের জনগণকেও আটকে রাখতে পারবে না।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যাথা নেই। কোনো ধরনের বাধাও দেওয়া হচ্ছে না।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত