Ajker Patrika

অজ্ঞান করে অটোরিকশা চুরি, রং করতে গিয়ে ধরা

ফুলপুর প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ৫০
অজ্ঞান করে অটোরিকশা চুরি, রং করতে গিয়ে ধরা

একটি চোরাই অটোরিকশার রং পরিবর্তন করার সময় শরীফ (২২) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে পৌরসভার দিও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শরীফ উপজেলার শিলপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কয়েকজন যাত্রীবেশে স্থানীয় আজিজুল হকের অটোরিকশায় ওঠে। পরে পৌরসভার চরপাড়া এলাকায় পৌঁছালে চালক আজিজুলকে অজ্ঞান করে অটোরিকশা ছিনিয়ে নেয় তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা-পুলিশ পৌরসভার দিও এলাকায় অটোরিকশাটিতে রং করার সময় শরীফকে হাতেনাতে ধরে ফেলে।

এদিকে অটোরিকশা উদ্ধারের খবর পেয়ে ওই চালক ফুলপুর থানায় এসে শনাক্ত করেন এবং থানায় মামলা করেন। পরে পুলিশ অটোরিকশাটি আজিজুল হকের কাছে হস্তান্তর করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অটোরিকশার মালিক আজিজুল মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত