Ajker Patrika

বৈধ আগ্নেয়াস্ত্র নজরদারিতে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪৮
বৈধ আগ্নেয়াস্ত্র নজরদারিতে রাখার নির্দেশ

সংসদ নির্বাচনের আগে বৈধ অস্ত্র নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মনে করা হচ্ছে, নজরদারিতে না রাখলে অবৈধ অস্ত্রের চেয়ে বৈধ অস্ত্র বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এটি নিয়ন্ত্রণে বৈধ অস্ত্রের তালিকা ডিজিটাল করার পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। সারা দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে বৈঠক ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। 

সর্বশেষ গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওসিরা এই বৈঠক ও কর্মশালায় অংশ নেন। বৈঠকে উপস্থিত কয়েকটি থানার ওসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, লাইসেন্স বাতিল হলে, অস্ত্র হারিয়ে গেলে, নবায়ন না হলে, অস্ত্র নির্দিষ্ট এলাকার বাইরে গেলে বা লাইসেন্সধারী ব্যক্তি দেশের বাইরে গেলে সেই তথ্যও থানায় জানানোর বিধান রয়েছে। সেগুলোর কোনোটাই ঠিকমতো করা হচ্ছে না। এটা নিয়ন্ত্রণে আনতেই থানাগুলোকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (রাজনৈতিক-৩ শাখা) ঈশিতা রনি আজকের পত্রিকাকে বলেন, বৈধ অস্ত্রধারীর তথ্য ডিজিটালাইজ করা হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক শাখা থেকে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) সূত্র বলছে, সারা দেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও আগ্নেয়াস্ত্র রয়েছে ৫০ হাজার ৩১০টি। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার তালিকায় আছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা-কর্মী।

প্রশিক্ষণে অংশ নেওয়া ওসিরা বলছেন, গুলি খরচের সঠিক হিসাব দেন না বেশির ভাগ বৈধ অস্ত্রধারী। বছরের পর বছর লাইসেন্সের বিপরীতে গুলি সংগ্রহ করলেও গুলি খরচ করার পর থানায় জানানোর নিয়মের তোয়াক্কা করেন না অনেকে। বৈঠকে অংশ নেওয়া তেজগাঁও থানার ওসি মাজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এটা বাস্তবায়নের পর বৈধ অস্ত্র সম্পর্ক পুলিশের ধারণাও স্পষ্ট হবে। সহজেই বৈধ আর অবৈধর পার্থক্য বের করা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা বলছে, ডিজিটালাইজেশনের অংশ হিসেবে প্রত্যেক বৈধ অস্ত্রধারীর আলাদা করে পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্রে নাম, ছবিসহ লাইসেন্সের নম্বর, অস্ত্রের ধরন, গুলি খরচের হিসাব—সব তথ্য হালনাগাদ করা থাকবে। কার্ড পাঞ্চ করলে সর্বশেষ হালনাগাদ তথ্য পাওয়া যাবে। কোনো কারণে সন্দেহ হলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সহজেই ওই বৈধ অস্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত