Ajker Patrika

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১৩: ৪৫
ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩২) নামে রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার ওমানের স্থানীয় সময় রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল উপজেলার চার নম্বর মরিয়মনগর ইউনিয়নের পাঁচবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওমানপ্রবাসী শাহেদ আলম আশরাফী জানান, ওমানের আবু আলওয়ালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশের একটি হোটেল থেকে রাতের খাবার নিয়ে বাসায় ফেরার সময় সড়ক পার হতে গেলে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ইকবাল। পরে পথচারীরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, ইকবাল তিন ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয়। তিনি মাত্র ১৫ দিন আগে জীবিকার প্রয়োজনে ওমানে যান। গত মঙ্গলবার তিনি সে দেশে কাজ করার অনুমোদনপত্র (ওয়ার্ক পারমিট কার্ড) পেয়েছিলেন। সেই খুশিতে বন্ধু-বান্ধব নিয়ে বাসায় খাওয়ার আয়োজন করেন তিনি।

সে খাবার আনতে রাতে সাইকেল নিয়ে হোটেলে গিয়েছিলেন। ফেরার পথে দ্রুতগতির গাড়ির ধাক্কায় মারা যান। তাঁর সংসারে ১০ মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত