Ajker Patrika

অংশীজনদের সঙ্গে দূরত্ব বাড়ছে

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ৩৯
অংশীজনদের সঙ্গে দূরত্ব বাড়ছে

সুশাসন প্রতিষ্ঠায় এলজিইডির সঙ্গে অংশীজনদের দূরত্ব বেড়ে যাচ্ছে। এ অবস্থা কাটিয়ে উঠতে অংশীজনমুলক নিয়মিত সভা করা জরুরি। এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খান গতকাল এক ভার্চুয়াল সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। নগরের এলজিইডি, বরিশালের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে সভায় প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খানের সঙ্গে বরিশালের কর্মকর্তারা যুক্ত ছিলেন।

ঠিকাদার ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় আরও যুক্ত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন। বরিশাল অংশে যুক্ত ছিলেন এই জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল হুদা, বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত