Ajker Patrika

শালিখায় ৬ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের দাবি

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৪
শালিখায় ৬ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের দাবি

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে গলাকাটা সেতুর পাশে চিরশায়িত ৬ বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ৬ বীর মুক্তিযোদ্ধাকে নৃশংসভাবে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছিল এখানে। এই স্থানটি আজও সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি।

শতখালীর ছয়ঘরিয়া এলাকার লোকজন জানান, পাশের রামকান্তপুর গ্রামের দক্ষিণের বিল দিয়ে নৌকা বেয়ে চলে যাচ্ছিল এই ৬ জন মুক্তিযোদ্ধা। সীমাখালী এলাকার রাজাকাররা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ধাওয়া করে তাদের ধরে আনা হয়।

সেতুর পাশে এই দুটি গণকবরে যে ৬ জন বীর মুক্তিযোদ্ধা চিরশায়িত তাঁরা হলেন, শালিখার বুনাগাতী ইউনিয়নের দেশমুখপাড়া গ্রামের সৈয়দ আকরাম হোসেন, মমিন উদ্দিন মোল্যা ও মান্নান সমাদ্দার এবং হাটবাড়ীয়া গ্রামের আবদুর রউফ বিশ্বাস। এ ছাড়া অন্য ২ জন ছিলেন মোহাম্মদপুর এলাকার। এনাদের নাম আজও জানা যায়নি। হাটবাড়ীয়া গ্রামের মোহন কমান্ডারের নেতৃত্বাধীনে থেকে তাঁরা সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

শালিখার হাজরাহাটি ও গলাকাটা সেতুর পাশে গণকবরে অচিরেই স্মৃতি সৌধ গড়ে তুলে সবার দৃষ্টিতে আসে এমন নামফলক স্থাপন করা হলেই শহীদদের স্মৃতির প্রতি কিছুটা শ্রদ্ধা নিবেদিত হয় বলে এলাকার সচেতন মহল দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার আবু বক্কার বলেন, ‘ছয়ঘরিয়া গলাকাটা সেতুর ওখানে একটি স্মৃতিসৌধ করা উচিত। আমি সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টি নিয়ে আলোচনা করব ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান বলেন, মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত