Ajker Patrika

শ্রীপুরে চেয়ারম্যান হতে চান ৩৩ জন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ৩৬
শ্রীপুরে চেয়ারম্যান হতে চান ৩৩ জন

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাগুরার শ্রীপুরের ৮টিতে চেয়ারম্যান পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান প্রত্যাশীদের মধ্যে রয়েছেন– ১ নম্বর গয়েশপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হালিম মোল্যা, স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী ও অন্যান্য একজন, ২ নম্বর আমলসার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সেবানন্দ বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন সাচ্চু, অন্যান্য দুই জন, ৩ নম্বর শ্রীকোল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী কাজী তারিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শরিয়তউল্লাহ হোসেন রাজন, মো. জিহাদ হোসেন, ৪ নম্বর শ্রীপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. মসিয়ার রহমান, স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জন, ৫ নম্বর দ্বারিয়াপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সবুর, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন কানন ও কাজী মহিদুল আলমসহ চার জন।

৬ নম্বর কাদিরপাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. লিয়াকত আলী বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী আইয়ুব হোসেন খান, অন্যান্য দুই জন, ৭ নম্বর সব্দালপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী পান্না খাতুন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম সুহাশ, আনিচুর রহমান কনকসহ তিন জন, ৮ নম্বর নাকোল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হুমাউনুর রশিদ মুহিত, স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়াসহ দুই জন ও অন্যান্য একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত