Ajker Patrika

সাংসদকে এলাকা ত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫: ৫৯
সাংসদকে এলাকা ত্যাগের নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ ৫ (নিকলী-বাজিতপুর) আসনের সাংসদ আফজাল হোসেনকে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, আফজাল হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শুক্রবার বিকেলে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকি আমান খানের পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। এ ছাড়াও, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।

এ নিয়ে জানতে সাংসদ আফজাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর মন্তব্য জানা যায়নি।

জেলা নির্বাচন অফিসার আশ্রাফুল আলম বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে সাংসদের প্রচারণা ও ভোট চাওয়া অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। নির্বাচন কমিশনের উপসচিবের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাচন অফিস, উপজেলা প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানিয়েছি। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত