Ajker Patrika

ভারতে গেল আড়াই টন ইলিশের চালান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ভারতে গেল আড়াই টন ইলিশের চালান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। চলতি মৌসুমের প্রথম চালানে দুটি ট্রাকে ২ হাজার ৫৮০ কেজি ইলিশ ভারতে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের আগরতলা বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো ফিশ এন্টারপ্রাইজ। অন্যদিকে বাংলাদেশে আখাউড়া স্থলবন্দরে কাস্টমস ক্লিয়ারিং করে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।

আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, প্রতিকেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ ডলার। দুদেশেই শুল্কমুক্ত সুবিধায় এই ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে। এই ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৫৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. শাহনেওয়াজ মিয়া শানু বলেন, আজ (মঙ্গলবার) প্রথম চালান ভারতের আগরতলায় পাঠানো হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে চালানের সবগুলো ইলিশ ভারতে পাঠানো হবে।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক বছর  ভারতে ইলিশ রপ্তানি করা হয়। এ বছরও এই স্থলবন্দর দিয়ে ৫০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত