Ajker Patrika

পুলিশ দেখে ভোঁ-দৌড় ভেজাল গুড় তৈরির কারিগরদের

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১২: ৪৬
পুলিশ দেখে ভোঁ-দৌড়  ভেজাল গুড় তৈরির কারিগরদের

চারঘাট উপজেলায় একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পুলিশ দেখে ভেজাল গুড় তৈরির কারিগরেরা পালিয়েছেন ভোঁ-দৌড়ে। তাই পুলিশ কাউকে ধরতে পারেনি। তবে কারখানাটি থেকে বেশকিছু ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলাও হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের সদস্যরা চারঘাটের বাসুদেবপুর গ্রামে এ অভিযান চালান। জেলা ডিবি পুলিশের পরিদর্শক খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গ্রামে ভেজাল গুড়ের কারখানা গড়ে তুলেছিলেন গোপেশ প্রামাণিক, নিষিত মণ্ডল ও সনত মণ্ডল ওরফে খেড়ুসহ সাত-আটজন। তাঁরা চিনি, চুন হাইড্রোজ, ফিটকিরি, ডালডাসহ বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।

খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় তৈরির কারিগরেরা পালিয়ে যান। তবে সেখান থেকে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ নিয়ে গোপেশ প্রামাণিক, নিষিত মণ্ডল ও সনত মণ্ডল ওরফে খেড়ুসহ অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত