Ajker Patrika

ভোটে আবার অংশ নিতে চান ভিক্ষুক নাসিদা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১: ২১
ভোটে আবার অংশ নিতে চান ভিক্ষুক নাসিদা

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে পরাজিত হলেও আবার ভোটে অংশ নিতে চান ভিক্ষুক নাসিদা বেগম। যদিও এবারের ভোটে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু মনোবল হারাননি তিনি। শেষ বয়সে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখেন নাসিদা।

জনপ্রতিনিধি হয়ে জনসেবা করার জন্য আগামী নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ‘ভাইরাল’ হওয়া এই নারী প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত সোমবার অনুষ্ঠিত হওয়া উপজেলার বদরপুর ইউপিতে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন নাসিদা বেগম। এ তিন ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯ হাজার ২৫৭ জন। এর মধ্যে নারী ভোটার হচ্ছেন ৪ হাজার ৪৩৫ জন। নাসিদা পেয়েছেন ১৮৪ ভোট। ৮ জন প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের হিসেবে তাঁর অবস্থান ৬ নম্বরে। ওই ওয়ার্ডে বিজয়ী হয়েছেন বই প্রতীকের প্রার্থী খাদিজা বেগম। তিনি পেয়েছেন ১ হাজার ৫৮২ ভোট।

অন্যদিকে নির্বাচনে পরাজিত হওয়ার একদিন পরই নাসিদাকে দেখা গেছে পুরোনো পেশায়। হাতে ব্যাগ ঝুলিয়ে সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে দেখা গেছে তাঁকে। পুরোনো পেশায় ফিরে গেলেও আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

পেশায় ভিক্ষুক হলেও এবার ২য় বারের মতো প্রার্থী হন নাসিদা। কিন্তু বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে শেষ পর্যন্ত হেরে যান তিনি। তালগাছ প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছিলেন তিনি।

নাসিদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জয়লাভ করতে পারিনি। কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। সে কারণে ১৮৪ ভোট পেয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন তাঁরা সবাই আমাকে ভালোবাসেন। আমি ভবিষ্যতে আবার নির্বাচন করতে চাই। জনসেবা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধিরা জয়ী হওয়ার পর কোনো প্রতিশ্রুতি রক্ষা করেন না। তাই জেদ ও ক্ষোভ থেকেই প্রার্থী হয়েছিলাম। ভবিষ্যতেও হব।’

উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা নাসিদা বেগমের স্বামী ফজলু খাঁ। তিনি দিনমজুর ছিলেন। তিনিও একবার প্রার্থী হয়েছিলেন, তবে জয়ী হতে পারেননি। ১০–১৫ বছর আগে ফজলু খাঁ মারা যান। তাঁদের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ছেলেরা দিনমজুরের কাজ করেন আর মেয়েরা ঢাকায় অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

নির্বাচনে প্রার্থী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ভিক্ষুক নাসিদা। তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মানবিক দৃষ্টিতে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অনেকে।

লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী বলেন, ‘নাসিদা বেগমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ ব্যাপারে নাসিদা বেগমের কোনো অভিযোগ নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত