Ajker Patrika

ধর্ষণ মামলার আসামির বিয়ের শর্তে জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৪: ২৩
ধর্ষণ মামলার আসামির বিয়ের শর্তে জামিন

চট্টগ্রামে বিয়ের শর্তে ধর্ষণ মামলার এক আসামিকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত ওই যুবককে জামিন দেন। এর আগে দুই পক্ষের মধ্যস্থতায় আসামি ওই যুবকের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর বিয়ে সম্পন্ন হয়।

আসামি মো. সাকিবের বাড়ি বাঁশখালী এলাকায়।

গত ১৩ এপ্রিল এক নারী বাদী হয়ে বাঁশখালী থানায় সাকিবসহ তিনজন ও অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সাকিবের (২২) মা কমরু বেগম ও বাবা ছৈয়দ নুর (৫০)।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ১১ এপ্রিল তাঁর দশম শ্রেণি পড়ুয়া (১৬) মেয়েকে আসামি সাকিব ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। ওই মামলায় ১৩ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর থেকে আসামি সাকিব কারাগারে রয়েছেন।

আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি সাকিব রোববার আদালতে জামিন আবেদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত