অরূপ রায়, সাভার
একসময় এই নদীতে নৌকা চলত, জেলেরা মাছ ধরতেন, নৌকাবাইচে মেতে উঠত নদীপারের মানুষ। সেই নদীর বুকে নির্মিত হয়েছে পাকা সড়ক, সেই সড়কে এখন চলে যানবাহন। গড়ে উঠেছে বিপণিবিতান ও ঘরবাড়ি। এখন দেখে বোঝার উপায় নেই সেখানে কোনো কালে আদৌ নদী বলে কিছু ছিল। এই চিত্র ঢাকার সাভার ও ধামরাইয়ের সীমান্ত এলাকা দিয়ে প্রবহমান বংশীর শাখানদীর।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বংশীর এই শাখানদী একসময় সাভারের ধামসোনা ইউনিয়নের নলাম থেকে শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারের পাশ দিয়ে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত প্রবহমান ছিল। বর্তমানে এই নদীর নলাম থেকে শিমুলিয়া বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার ভরাট হয়ে গেছে। উজান থেকে আসা পলির কারণে একসময় নদী ভরাট হতে থাকে। আশির দশকে ধামরাইয়ের ধানতারা ও সাভারের শিমুলিয়ায় পলি জমে নদীতে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এরপর দুই পারের জমির মালিকেরা নদী ভরাট করে চাষাবাদ শুরু করেন। উপজেলা প্রশাসন নদীটি খননের উদ্যোগ না নিয়ে বরং ১৯৮৫ সালে মৃত নদীর বুকে নির্মাণ করে পাকা সড়ক, যা এখন দেখে বোঝার উপায় নেই নলাম থেকে শিমুলিয়া পর্যন্ত কোনো নদী ছিল।
সরেজমিনে নলাম থেকে শিমুলিয়া পর্যন্ত সড়কের দুই পাশে বিআইডব্লিউটিএর অসংখ্য পিলার চোখে পড়ে। মাস চারেক আগে সংস্থার পক্ষ থেকে নদীর সীমানা চিহ্নিত করার পর পিলারের পাশাপাশি মালিকানাসংক্রান্ত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয় বলে জানান স্থানীয় লোকজন।
পিলারের ভেতর থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তা নলাম-শিমুলিয়া সড়কের পাশে ফেলতে দেখা যায়। সড়কের উন্নয়নকাজের জন্য ঠিকাদারের লোকজন মাটি কাটছেন বলে জানা যায়। তবে মাটি কাটার জন্য বিআইডব্লিউটিএর অনুমতি নেওয়া হয়নি বলে উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক বলেন, মাটি কাটার অনুমতি চেয়ে বিআইডব্লিউটিএর কাছে আবেদন করা হয়েছে। খুব শিগগির অনুমতি পাওয়া যাবে।
সীমানা পিলার অনুযায়ী শিমুলিয়া বাজারের চেয়ারম্যান সুপার মার্কেটের অবস্থান নদীর ভেতরে। মার্কেটটি নির্মাণ করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম।
নদীপারের বাসিন্দা শিমুলিয়া বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, বাজারের পাশ দিয়েই প্রবহমান ছিল বংশীর শাখানদী। পলি পড়ে পানির প্রবাহ বন্ধ হওয়ার পর ভরাট করে নদীর বুকে নির্মাণ করা হয় বিপণিবিতান ও ঘরবাড়ি।
তবে নূরুল ইসলামের ভাই আব্দুল মান্নান বলেন, নদী নয়, নদীর তীরে ব্যক্তিমালিকানা জায়গায় তাঁরা বিপণিবিতান নির্মাণ করেছেন।বাজারের পাশের নতুন বন্দর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী বিশ্বজিৎ বণিক বলেন, শিমুলিয়া বাজার সাভার ও ধামরাইয়ের সবচেয়ে প্রাচীন ব্যবসা কেন্দ্র। ঢাকা ও সাভার থেকে বড় নৌকায় করে শিমুলিয়া বাজারের ব্যবসায়ীদের পণ্য আসত বংশীর এই শাখানদী দিয়ে। নৌকা ভিড়ত তাঁদের গ্রামে। সে কারণেই সম্ভবত তাঁদের গ্রামের নাম হয়েছে ‘নতুন বন্দর’।
পাইছাইল বণিকপাড়ার ব্যবসায়ী প্রিয় জীবন দাস বলেন, একসময় বংশীর এই শাখানদী ঘিরেই ছিল এখানকার কৃষি, অর্থনীতি, যোগাযোগ ও সংস্কৃতি। এখন তা হয়ে গেছে সড়ককেন্দ্রিক।
পাইছাইল মাঝিপাড়ার বৃদ্ধ ভানুশ্বর মালো বলেন, সত্তরের দশকে বংশীর এই শাখায় স্রোতোধারা ছিল। নদীতে জাল ফেললেই হরেক প্রজাতির মাছ মিলত। মাত্র ৪০ বছরে সেই নদী মরে গেল। দেখলে বোঝার উপায় নেই এখানে নদী বলে একটা কিছু ছিল।
সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি রহিম উদ্দিন আহমেদ বলেন, শুধু বংশীর এই শাখানদী নয়, দখল আর দূষণের কারণে সাভারের অনেক নদী ও খাল হারিয়ে গেছে।
একসময় এই নদীতে নৌকা চলত, জেলেরা মাছ ধরতেন, নৌকাবাইচে মেতে উঠত নদীপারের মানুষ। সেই নদীর বুকে নির্মিত হয়েছে পাকা সড়ক, সেই সড়কে এখন চলে যানবাহন। গড়ে উঠেছে বিপণিবিতান ও ঘরবাড়ি। এখন দেখে বোঝার উপায় নেই সেখানে কোনো কালে আদৌ নদী বলে কিছু ছিল। এই চিত্র ঢাকার সাভার ও ধামরাইয়ের সীমান্ত এলাকা দিয়ে প্রবহমান বংশীর শাখানদীর।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বংশীর এই শাখানদী একসময় সাভারের ধামসোনা ইউনিয়নের নলাম থেকে শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারের পাশ দিয়ে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত প্রবহমান ছিল। বর্তমানে এই নদীর নলাম থেকে শিমুলিয়া বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার ভরাট হয়ে গেছে। উজান থেকে আসা পলির কারণে একসময় নদী ভরাট হতে থাকে। আশির দশকে ধামরাইয়ের ধানতারা ও সাভারের শিমুলিয়ায় পলি জমে নদীতে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এরপর দুই পারের জমির মালিকেরা নদী ভরাট করে চাষাবাদ শুরু করেন। উপজেলা প্রশাসন নদীটি খননের উদ্যোগ না নিয়ে বরং ১৯৮৫ সালে মৃত নদীর বুকে নির্মাণ করে পাকা সড়ক, যা এখন দেখে বোঝার উপায় নেই নলাম থেকে শিমুলিয়া পর্যন্ত কোনো নদী ছিল।
সরেজমিনে নলাম থেকে শিমুলিয়া পর্যন্ত সড়কের দুই পাশে বিআইডব্লিউটিএর অসংখ্য পিলার চোখে পড়ে। মাস চারেক আগে সংস্থার পক্ষ থেকে নদীর সীমানা চিহ্নিত করার পর পিলারের পাশাপাশি মালিকানাসংক্রান্ত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয় বলে জানান স্থানীয় লোকজন।
পিলারের ভেতর থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তা নলাম-শিমুলিয়া সড়কের পাশে ফেলতে দেখা যায়। সড়কের উন্নয়নকাজের জন্য ঠিকাদারের লোকজন মাটি কাটছেন বলে জানা যায়। তবে মাটি কাটার জন্য বিআইডব্লিউটিএর অনুমতি নেওয়া হয়নি বলে উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক বলেন, মাটি কাটার অনুমতি চেয়ে বিআইডব্লিউটিএর কাছে আবেদন করা হয়েছে। খুব শিগগির অনুমতি পাওয়া যাবে।
সীমানা পিলার অনুযায়ী শিমুলিয়া বাজারের চেয়ারম্যান সুপার মার্কেটের অবস্থান নদীর ভেতরে। মার্কেটটি নির্মাণ করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম।
নদীপারের বাসিন্দা শিমুলিয়া বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, বাজারের পাশ দিয়েই প্রবহমান ছিল বংশীর শাখানদী। পলি পড়ে পানির প্রবাহ বন্ধ হওয়ার পর ভরাট করে নদীর বুকে নির্মাণ করা হয় বিপণিবিতান ও ঘরবাড়ি।
তবে নূরুল ইসলামের ভাই আব্দুল মান্নান বলেন, নদী নয়, নদীর তীরে ব্যক্তিমালিকানা জায়গায় তাঁরা বিপণিবিতান নির্মাণ করেছেন।বাজারের পাশের নতুন বন্দর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী বিশ্বজিৎ বণিক বলেন, শিমুলিয়া বাজার সাভার ও ধামরাইয়ের সবচেয়ে প্রাচীন ব্যবসা কেন্দ্র। ঢাকা ও সাভার থেকে বড় নৌকায় করে শিমুলিয়া বাজারের ব্যবসায়ীদের পণ্য আসত বংশীর এই শাখানদী দিয়ে। নৌকা ভিড়ত তাঁদের গ্রামে। সে কারণেই সম্ভবত তাঁদের গ্রামের নাম হয়েছে ‘নতুন বন্দর’।
পাইছাইল বণিকপাড়ার ব্যবসায়ী প্রিয় জীবন দাস বলেন, একসময় বংশীর এই শাখানদী ঘিরেই ছিল এখানকার কৃষি, অর্থনীতি, যোগাযোগ ও সংস্কৃতি। এখন তা হয়ে গেছে সড়ককেন্দ্রিক।
পাইছাইল মাঝিপাড়ার বৃদ্ধ ভানুশ্বর মালো বলেন, সত্তরের দশকে বংশীর এই শাখায় স্রোতোধারা ছিল। নদীতে জাল ফেললেই হরেক প্রজাতির মাছ মিলত। মাত্র ৪০ বছরে সেই নদী মরে গেল। দেখলে বোঝার উপায় নেই এখানে নদী বলে একটা কিছু ছিল।
সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি রহিম উদ্দিন আহমেদ বলেন, শুধু বংশীর এই শাখানদী নয়, দখল আর দূষণের কারণে সাভারের অনেক নদী ও খাল হারিয়ে গেছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫