Ajker Patrika

শিক্ষার্থীদের জিম্মি করে উপহার নেওয়ার অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ৪৮
শিক্ষার্থীদের জিম্মি করে উপহার নেওয়ার অভিযোগ

দুমকির মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের জিম্মি করে উপহার নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের বিরুদ্ধে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলে, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ তাঁদের কাছে একটি এলইডি টেলিভিশন, শিক্ষকদের জন্য একটি ক্যারাম বোর্ড ও সব শিক্ষকের জন্য একটি করে ভালো মানের পণ্য উপহার হিসেবে দাবি করেন।

শিক্ষার্থীরা জানান, এবার বিদ্যালয় থেকে ৩৫ জন শিক্ষার্থী বিদায় নিচ্ছে। তাদের সবার জন্য ১ হাজার টাকা করে চাঁদা ধার্য করা হয়। অনেকেই অপারগতা প্রকাশ করায় পরে তা ৫০০ টাকা করা হয়। শিক্ষার্থীদের তোলা সেই টাকা দিয়ে ৪ হাজার টাকায় একটি ক্যারাম বোর্ড ও সকল শিক্ষকের জন্য একটি করে ৫০০ টাকা দামের সুপ সেট কেনা হয়। শিক্ষার্থীদের বিদায়ের দিন গত ৮ নভেম্বর এসব উপহার গ্রহণ করা হয়।

শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের চাহিদামত উপহার না দিলে এসএসসি পাশ করার পরে সার্টিফিকেট নেওয়ার সময় বিভিন্নভাবে হয়রানি করা হয়। স্কুলের ২০২০ ব্যাচের এসএসসির কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁরা স্কুল থেকে বিদায় নেওয়ার সময় সকল শিক্ষকের জন্য এক জোড়া করে প্লেট এনেছিলেন। কিন্তু সেগুলো শিক্ষকদের পছন্দ হয়নি, তাই সেগুলো তাঁরা নেননি। পরে ওই প্লেটগুলো এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

শিক্ষার্থী সুজনের হোসেনের বাবা অটোরিকশাচালক শামিম হোসেন আক্ষেপ করে বলেন, ‘করোনার কারণে কাজকর্ম নাই, কয়েকটি এনজিওতে কিস্তি দিই, তারপরও ছেলের বিদায় অনুষ্ঠানের চাঁদা দিতে হয়েছে। আমি ধার করে ছেলেকে টাকা এনে দিয়েছি। চাঁদা না দিলে শিক্ষকেরা বিভিন্ন রকমের সমস্যা করেন।’

প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ ভিত্তিহীন। শিক্ষার্থীরা বিদায়বেলায় খুশি হয়ে কিছু দিয়ে গেলে আমরা তা গ্রহণ করি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন বলেন, ‘উপহার করে নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত