Ajker Patrika

ছাত্রলীগ যুবলীগের প্রীতি ফুটবল ম্যাচ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ৫৮
ছাত্রলীগ যুবলীগের প্রীতি ফুটবল ম্যাচ

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মৌলভীবাজার যুবলীগ বনাম ছাত্রলীগের খেলা হয়। খেলায় বিজয়ী হয়েছে ছাত্রলীগ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। পৌরসভা মেয়র ফজলুর রহমান। সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।

লাল-সবুজের পতাকার আদলে যুবলীগ পরিধান করে সবুজ জার্সি এবং ছাত্রলীগ পরিধান করে লাল জার্সি। টান টান উত্তেজনার এ ম্যাচে দেড় ঘণ্টায় ছাত্রলীগ দেয় ৩ গোল এর বিপরীতে যুবলীগ দেয় ১ গোল। খেলা শেষে চ্যাম্পিয়ন হয় ছাত্রলীগ এবং রানার্সআপ হয় যুবলীগ।

দুই টিমের পক্ষে মাঠে নামেন ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক মাহবুব আলম। যুবলীগ সভাপতি নাহিদ আহমদ সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত