Ajker Patrika

পলিথিনে মোড়ানো ছিল অপরিণত নবজাতক

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৩
পলিথিনে মোড়ানো ছিল অপরিণত নবজাতক

ফরিদপুরে পলিথিনে মোড়ানো অপরিণত নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা নবজাতকের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়।

গতকাল রোববার সকালে শহরের গঙ্গাবর্দী এলাকার বিএডিসি অফিসসংলগ্ন সানি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মরদেহটি মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় কালাম মোল্লা বলেন, ঘটনাস্থলের পাশের মুদি দোকানি গতকাল সকালে দোকান খুলতে যাওয়ার সময় পলিথিনে মোড়ানো কিছু দেখতে পান। পরে তাঁকে খবর দিলে তিনিসহ অনেকেই উপস্থিত হয়ে ৯৯৯-এ ফোন দিয়ে একটি নবজাতকের লাশ পাওয়া গেছে বলে জানান। কিন্তু পুলিশ না আসায় স্থানীয়রা সকাল ৮টার কিছু আগে দেহটিকে মাটিচাপা দেয়। নবজাতকটির চোখ-নাক ফুটেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, সকালে ৯৯৯-এর অভিযোগ থেকে জানতে পারেন, গঙ্গাবর্দী এলাকায় মহাসড়কের পাশে একটি নবজাতকের লাশ পাওয়া গেছে। পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তারা যাওয়ার আগেই স্থানীয়রা নবজাতকটিকে সেখানেই মাটিচাপা দেয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, শিশুটি মূলত প্রি-ইম্যাচিউরড (অপরিণত) বেবি ছিল। এটি সম্ভবত গর্ভপাতের বিষয়। রাতের কোনো এক সময় নবজাতকটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত