Ajker Patrika

নাগরপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচার

নাগরপুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ৪৩
নাগরপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচার

নাগরপুর উপজেলায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। অন্যদিকে ইউনিয়নগুলোর হাট-বাজার, অলিগলির, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে।

১১টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫৮ জন লড়ছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৭ জন ও সদস্য পদে ৪৬৬ জন প্রার্থী মাঠে রয়েছেন। ১২ নভেম্বর তাঁদের প্রতীক বরাদ্দ করা হয়। এরপর থেকেই ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদের প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন পথেঘাটে ও বাড়ি বাড়ি। সন্ধ্যার পর করছেন পথসভা ও মিছিল।

নাগরপুর সদর বাজারের ব্যবসায়ী খোকন মিয়া বলেন, প্রার্থীরা বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করছেন। চায়ের দোকান ও হাটবাজারে মানুষের মধ্যেও চলছে প্রার্থীদের নিয়ে আলাপ-আলোচনা। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে বাজার। সব মিলিয়ে নির্বাচনী প্রচার জমে উঠেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরশেদ আলী বলেন, সব ইউপিতে প্রার্থীদের আচরণবিধি লক্ষ্য করা হচ্ছে। কেউ নির্বাচনী প্রচার করতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, ভোট নেওয়ার যাবতীয় প্রস্তুতি পুরোদমে চলছে। আশা করি, ২৮ নভেম্বর একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত