Ajker Patrika

প্রার্থী দিচ্ছে ধর্মভিত্তিক দল

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৯: ৪২
প্রার্থী দিচ্ছে ধর্মভিত্তিক দল

স্থানীয় সরকার নির্বাচনে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর খুব একটা আগ্রহ দেখা যায়নি আগে। তবে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলগুলো থেকে প্রার্থী দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার দুবাগ ইউনিয়নে আনজুমানে আল ইসলাম (ফুলতলী অনুসারী) মাওলানা কমর উদ্দিন, শেওলায় ছাত্র জমিয়তের মাওলানা আব্দুল হামিদ এবং লাউতায় ইসলামী আন্দোলন থেকে একজন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ধর্মভিত্তিক দলগুলোর কয়েকজন নেতা জানান, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ইসলামী দলগুলোর অনীহা বরাবরই। মূলত তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম না থাকাই স্থানীয় নির্বাচনের প্রতি এই অনাগ্রহের মূল কারণ। আবার ক্ষেত্রবিশেষে কখনো প্রার্থীকে সমর্থন দিলেও প্রচার-প্রচারণার ব্যয়সহ আনুষঙ্গিক খরচের কারণে কেন্দ্রীয়ভাবে খুব একটা উৎসাহ দেওয়া হয় না।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল হামিদ বলেন, মানুষ এখন আওয়ামী লীগ-বিএনপির বাইরের দলগুলোকে মূল্যায়ন করছে। তাই তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে মাওলানা কমর উদ্দিন বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক। দলীয়ভাবে আগেই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশগ্রহণের। পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এবার খুব বেশি প্রার্থী নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত