Ajker Patrika

সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ৫৭
সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে গেলেন পুলিশ কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহিন (২৩)। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ গত সোমবার বিকেলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত রোববার দুপুরে নগরীতে সেনা সদস্যের বাসায় তাঁর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মাহিনকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করে। পরে সেনা সদস্যর স্ত্রী ধর্ষণের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মাহিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মাহিন জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

সেনা সদস্যের স্ত্রী মামলায় অভিযোগ করেছেন, কলেজে পড়া অবস্থায় ২০১৫ সালে মাহিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে বিভিন্ন সময়ে দেখা ও কথাবার্তা হতো। এরই মধ্যে সেনা সদস্যর সঙ্গে তাঁর বিয়ে এবং এক ছেলে সন্তানের জন্ম হয়। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এরই সুযোগ নিয়েছে তার পূর্ব পরিচিত পুলিশ সদস্য মাহিন। গত ৫ নভেম্বর দুপুর ১২টার দিকে মাহিন ওই গৃহিণীর বাসায় গিয়ে তাঁকে ধর্ষণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে একাধিক স্থানে তাঁকে ধর্ষণ করেছে মাহিন। গত রোববার দুপুরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতে চাইলে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাহিনকে ধরে ফেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত