Ajker Patrika

ছটকুর নতুন সিনেমায় ফেরদৌস-পূর্ণিমা

ছটকুর নতুন সিনেমায় ফেরদৌস-পূর্ণিমা

বাংলাদেশের সিনেমায় ছটকু আহমেদ অতিপরিচিত এক নাম। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু তাঁর। এরপর তিন শতাধিক সিনেমার কাহিনি, চিত্রনাট্য লিখেছেন। পরিচালনাও করেছেন ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’, ‘বুক ভরা ভালোবাসা’সহ বেশ কিছু সিনেমা। অনেক দিন পর নির্মাণে আসছেন ছটকু। নতুন সিনেমায় সঙ্গে নিয়েছেন ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ পূর্ণিমাকে। গতকাল তাঁরা ছটকুর নতুন সিনেমা ‘আহারে জীবন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

এ সিনেমায় অভিনয়ের খবর নিশ্চিত করে পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন প্রবীণ নির্মাতা। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাতে আমি কাজের সুযোগ পেয়েছি, এটা ভীষণ ভালো লাগার। করোনার সময়টা আমাদের সবার জীবনেই গভীর ছাপ রেখে গেছে। সেটা পর্দায় তুলে আনা হচ্ছে। গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস, সিনেমাটি সবার ভালো লাগবে।’

 আহারে জীবন’ নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন ছটকু আহমেদ। কয়েক দিন আগে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেছেন তিনি। তাতে খানিকটা ডি-ফোকাসে দেখা যাচ্ছে, ঢাকা শহরের একটি গলিতে অসংখ্য মানুষ। প্রত্যেকের মুখে মাস্ক। প্রত্যেকের চোখমুখে আতঙ্কের ছাপ। নির্মাতা জানালেন, করোনাকালীন কিছু ঘটনা নিয়েই সিনেমার গল্প সাজিয়েছেন তিনি। এতে ফেরদৌস অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর সহজ-সাধারণ এক মেয়ে দোলা চরিত্রে পূর্ণিমা।

জানা গেছে, আগামী ১৬ অক্টোবর থেকে ‘আহারে জীবন’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা ছটকু আহমেদের। শুটিং হবে ঢাকার এয়ারপোর্ট, হজ ক্যাম্পসহ বিভিন্ন জায়গায়। এতে আরও থাকবেন মিশা সওদাগর, ওমর সানী, অরুণা বিশ্বাস, জয় চৌধুরী, শাহনূরসহ অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত