Ajker Patrika

‘ভালোবেসে ভোট নিন’

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ০১
‘ভালোবেসে ভোট নিন’

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, শ্রীপুরের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। ইউপি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, এর বাইরে ভাবার সুযোগ নেই। পেশি শক্তি নয়, মানুষকে ভালোবেসে ভোট নিন। কোনো প্রকার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল সোমবার শ্রীপুর থানা চত্বরে আয়োজিত ‘ওপেন হাউস ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহসভাপতি ও সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চেয়ারম্যান মো. মসিয়ার রহমান, নাকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাহান মিয়া, শ্রীকোল ইউনিয়নের সাবেক ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, কাদিরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আয়ুব হোসেন খান, আমলসার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেবানন্দ বিশ্বাসসহ অন্যান্য নেতারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বোরহান উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত