Ajker Patrika

১১ ফেব্রুয়ারি ভোট প্রচারে ব্যস্ত প্রার্থীরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ০৪
১১ ফেব্রুয়ারি ভোট প্রচারে ব্যস্ত প্রার্থীরা

জমে উঠেছে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও কোষাধ্যক্ষ পদে দুজন মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১১ ফেব্রুয়ারি তালা বি. দে. সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন।

নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন এইচ, এম, এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেন ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার।

সাধারণ সম্পাদক পদে জমা দেন সৈয়দ দিদার বখত্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মতিয়ার রহমান, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীবুদ্দৌলা, এজিডিপি মাধ্যমিক বালিয়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ. এইচ. এম আবদুল মুনয়িম ও জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুলফিক্কার আলী আকুঞ্জী।

কোষাধ্যক্ষ পদে এজেএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল করিম শেখ ও খলিশখালী মাগুরা এমসি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অজয় কুমার দাশ।

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি। ২৫ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ১১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৬৪৩ জন শিক্ষক প্রতিনিধি ভোটার রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত