Ajker Patrika

যুবদল নেতা হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৯
যুবদল নেতা হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

চাঁদপুর জেলা যুবদলের নেতা-কর্মীরা সিরাজগঞ্জের যুবদল নেতা আকবর আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। গত শনিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সভায় বক্তারা বলেন, গত শুক্রবার রাতে প্রশাসনের পক্ষ থেকে সমাবেশে ১০০ জনের বেশি উপস্থিত না হতে নিষেধ করা হয়েছে। অথচ গত কয়েক দিনে দেখেছি চাঁদপুরে দুর্নীতিবাজদের রক্ষায় বিশাল বিশাল সমাবেশ হয়েছে। তখন প্রশাসনের এসব নিয়মকানুন কোথায় ছিল। এই সময় তাঁরা আকবরের খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশের পরিচালনায় এ সময় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক পায়েল, সহসাংগঠনিক সম্পাদক জাফর প্রধানীয়া, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, সুমন বেপারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত