Ajker Patrika

খুবি শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

খুবি প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮: ৪৫
খুবি শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকারের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে ওই ডিসিপ্লিনসহ অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষক সাধন চন্দ্র স্ত্রীকে নির্যাতন ও তাঁর পরিবারের কাছে যৌতুক দাবি করার মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকারকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ ও ভালো শিক্ষক। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই। একই সঙ্গে যড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার হোক। এ রকম মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানাই।’

এদিকে, একই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন খুবি শিক্ষক সাধনের পরিবার। গতকাল সোমবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ূন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন মামলাটি সাজানো। প্রতিহিংসা থেকে এ মামলা করা হয়েছে।

শিক্ষক সাধনের পরিবারের সদস্যরা বলেন, ‘আদালতের আইনি সিদ্ধান্তের প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। তবে মামলাটিতে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। পূজা স্বর্ণকার, তাঁর বাবা অলোক স্বর্ণকার ও অন্যান্যরা হয়রানির উদ্দেশ্যে মামলাটি করেছেন। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

সাধনের পরিবার আরও জানায়, দীর্ঘদিনের সম্পর্কের পর পূজা স্বর্ণকারের সঙ্গে সাধন চন্দ্র স্বর্ণকারের ২০২০ সালের ৮ জুন রেজিস্ট্রি বিয়ে হয়। তখন শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকার বা তাঁর পরিবারের কেউ যৌতুক দাবি করেননি। বিয়ের পর সাধন স্ত্রীকে নিয়ে খুবিতে আসেন।

এ সময় সাধনের কাছে অর্থ আদায়ের জন্য তাঁকে জিম্মি করে বিভিন্ন ধরনের নাটক তৈরি করে মেয়ের পরিবার। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মেয়ে ও মেয়ের বাবা মানসিক এবং শারীরিকভাবে সাধনকে নির্যাতন করে। এরই পরিপ্রেক্ষিতে সাধনের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করে। এসব মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত