Ajker Patrika

গ্যাস সংযোগের দাবি, আন্দোলনের প্রস্তুতি

ভোলা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৫
গ্যাস সংযোগের দাবি, আন্দোলনের প্রস্তুতি

ভোলার মাটিতে প্রাপ্ত গ্যাস ভোলার ঘরে ঘরে দেওয়ার দাবিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ভোলাবাসী। এ লক্ষ্যে ভোলা সদর উপজেলায় দফায় দফায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার সদর রোডের মিউনিসিপ্যাল কো-অপারেটিভ ভবনে এক প্রস্তুতি সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ক্রেতা ও ভোক্তার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী। প্রস্তুতি সভায় গ্যাসের দাবিতে বক্তব্য দেন ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা। ভোলায় গ্যাস সংযোগের জন্য সরকার অনুমোদিত সুন্দরবন গ্যাস কোম্পানির প্রদত্ত ডিমান্ড নোট অনুযায়ী সহস্রাধিক ব্যক্তির টাকা জমা নেওয়া সত্ত্বেও গ্যাস সংযোগ না দেওয়ায় সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

সভার বক্তারা জানান, চার হাজার ব্যক্তি পারিবারিক কাজে গ্যাস সংযোগের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত ডিমান্ড নোট অনুযায়ী এক হাজার ২০০ ব্যক্তি তিন বছর আগে টাকা জমা দিয়েছেন। কিন্তু আজ-কাল করতে করতে তিন বছর পার হয়ে গেছে। অথচ এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই গ্যাস সংযোগ পাওয়ার দাবিতে ভোলার জনগণ আন্দোলনের বিষয়ে প্রস্তুতি সভায় বসেন ও আন্দোলনের সিদ্ধান্ত নেবেন। সভা শেষে ‘ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি’ গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত