Ajker Patrika

এক বছরের মাথায় নতুন আহ্বায়ক কমিটি বিএনপির

খান রফিক, বরিশাল
এক বছরের মাথায় নতুন আহ্বায়ক কমিটি বিএনপির

গঠনের এক বছরের মাথায় বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছে কেন্দ্র। এই এক বছরে বিদায়ী কমিটির নেতাদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের কর্মীদের ঠাঁই দেওয়াসহ নানা অভিযোগ ওঠে। এ অবস্থায় একই সময়ে গঠিত উত্তর ও নগর বিএনপির কমিটি নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সদ্য ঘোষিত দুই সদস্যের জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক করা হয়েছে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানকে। সদস্যসচিব হয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শাহিন। কেন্দ্রীয় বিএনপি জানিয়েছে, এটি দলের জন্য একটি মেসেজ। গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এই কমিটির ঘোষণা আসে।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর বরিশাল মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর ফলে বরিশাল বিএনপিতে মজিবর রহমান সরোয়ারের দুই যুগের আধিপত্যের অবসান ঘটে। এর পর থেকে তিনটি ইউনিটের বিরুদ্ধেই আওয়ামী-ঘেঁষাদের নিয়ে ওয়ার্ড, ইউনিয়ন কমিটি করা, তৃণমূলের মতামত উপেক্ষা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা না মানাসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এ নিয়ে দক্ষিণ বিএনপির নেতাদের বিরুদ্ধে নগরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেন বঞ্চিত নেতা-কর্মীরা। একই ঘটনা ঘটেছে মহানগর বিএনপিতেও।

নবগঠিত কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান এবং সদস্যসচিব আবুল কালাম শাহীন সদ্য সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। এদিকে দক্ষিণ জেলা বিএনপির কমিটির মেয়াদের এক বছর পরই গতকাল আকস্মিক নতুন কমিটি ঘোষণা করায় স্থানীয় বিএনপিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সদ্য ঘোষিত জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, তিনি শুনেছেন তাঁকে আহ্বায়ক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করেছেন দলের মহাসচিব। বিদায়ী কমিটির বিভিন্ন ব্যর্থতা ছিল। তাঁরা এ ধরনের ভুল করবেন না। সবাইকে নিয়ে দল পরিচালনা করবেন।

চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউল হাসান সাবু বলেন, ‘ওই কমিটির নেতারা ব্যর্থ হয়েছেন। যাঁদের দায়িত্ব দিয়েছিল, তাঁরা সে দায়িত্ব পালন করতে পারেননি। তৃণমূলের মতামত ছাড়া কমিটি করেছেন। তাতে আওয়ামী-ঘেঁষারাও ঠাঁই পেয়েছেন। এর প্রতিবাদে দলীয় কার্যালয়ে বিক্ষোভ করেছি। দল এসব বিষয় আমলে নিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করে দিয়েছে।’

এ বিষয়ে জানতে সদ্য বিদায়ী দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু এবং সদস্যসচিব আক্তার হোসেন মেবুলকে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, দলের হাই কমান্ড মনে করছে দক্ষিণ জেলায় নতুন নেতৃত্ব দরকার, যে কারণে এক বছরেই কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগের কারণে দলে ঝামেলা হয়েছিল। সবাইকে নিয়ে দল করতে বলা হয়েছিল। কিন্তু নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কারণে এই পরিণতি। নতুন নেতৃত্বকে এসব বিষয়ে ভাবতে হবে। তিনি বলেন, এটা সব ইউনিটের জন্য একটি মেসেজ। কেউ যদি দল ক্ষতিগ্রস্ত করেন, তবে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত