Ajker Patrika

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রতিনিধি, গাজীপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ০৫
কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এ বন্দী একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আবুল বাশার (৪৯)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আবদুল্লাপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আব্দুল জালাল মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৪ সালে আবুল বাশারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। এ কারাগারে বন্দী থাকা অবস্থায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়।

আব্দুল জালাল আরও জানান, গত সোমবার মধ্যরাতে বুকে ব্যথা হলে প্রথমে তাঁকে কারা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি না হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৭টায় দিকে তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত