বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২৭টি ওয়ার্ড থেকে ১৭ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা নিজে বা তাঁদের প্রতিনিধি পাঠিয়ে নির্বাচন থেকে প্রত্যাহার করেন নেন। তবে মেয়র পদে ৬ প্রার্থীর কেউই নিজেদের প্রত্যাহার করেননি।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান। তিনি বলেন, গতকাল ১৮ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। আজ মঙ্গলবার বাকি যেসব প্রার্থীরা রয়েছেন তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নাসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থীর মধ্যে কেউ প্রত্যাহার করেননি। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১ জন এবং সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থী ১৭ জন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৭ টি ওয়ার্ডের ভেতর ১৭ জন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাঁরা হচ্ছেন, সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুরাইয়া ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন, আব্দুল হেকিম ও আবু বকর সিদ্দিক।
এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের জহিরুল হক, ৫ নম্বর ওয়ার্ডের কানিজ ফাতেমা, কবির হোসেন, মিজানুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের এস এম আসলাম, ৭ নম্বর ওয়ার্ডের নবাব আলী, ৯ নম্বর ওয়ার্ডের সুমনুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডের জমশের আলী ঝন্টু, ১৩ নম্বর ওয়ার্ডের রবিউল হোসেন।
১৭ নম্বর ওয়ার্ডের তাহের উদ্দিন আহমেদ সানি, ফারহানা করিম, ১৮ নম্বর ওয়ার্ডের রাজিবুল হাসান, ২৩ নম্বর ওয়ার্ডের লিটন মিয়া এবং ২৪ নম্বর ওয়ার্ডের মোসাম্মৎ নূরজাহান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২৭টি ওয়ার্ড থেকে ১৭ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা নিজে বা তাঁদের প্রতিনিধি পাঠিয়ে নির্বাচন থেকে প্রত্যাহার করেন নেন। তবে মেয়র পদে ৬ প্রার্থীর কেউই নিজেদের প্রত্যাহার করেননি।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান। তিনি বলেন, গতকাল ১৮ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। আজ মঙ্গলবার বাকি যেসব প্রার্থীরা রয়েছেন তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নাসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থীর মধ্যে কেউ প্রত্যাহার করেননি। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১ জন এবং সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থী ১৭ জন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৭ টি ওয়ার্ডের ভেতর ১৭ জন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাঁরা হচ্ছেন, সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুরাইয়া ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন, আব্দুল হেকিম ও আবু বকর সিদ্দিক।
এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের জহিরুল হক, ৫ নম্বর ওয়ার্ডের কানিজ ফাতেমা, কবির হোসেন, মিজানুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের এস এম আসলাম, ৭ নম্বর ওয়ার্ডের নবাব আলী, ৯ নম্বর ওয়ার্ডের সুমনুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডের জমশের আলী ঝন্টু, ১৩ নম্বর ওয়ার্ডের রবিউল হোসেন।
১৭ নম্বর ওয়ার্ডের তাহের উদ্দিন আহমেদ সানি, ফারহানা করিম, ১৮ নম্বর ওয়ার্ডের রাজিবুল হাসান, ২৩ নম্বর ওয়ার্ডের লিটন মিয়া এবং ২৪ নম্বর ওয়ার্ডের মোসাম্মৎ নূরজাহান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫