অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে সময়টা ভালোই কাটছে বিদ্যা সিনহা মিমের। গত বছর মুক্তি পাওয়া তাঁর দুটি সিনেমাই দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সফলতার পর পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে শুরু করেছেন ‘মানুষ’ সিনেমার কাজ। এর মধ্যেই জানা গেল প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন মিম। নাম চূড়ান্ত না হওয়া এই সিরিজটি তৈরি হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য। বানাবেন সানী সানোয়ার।
নতুন এই ওয়েব সিরিজের বিষয়ে মিম বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করছি। ভালো গল্প, আর চরিত্রটাও দারুণ! অবশ্যই ভালো লাগছে। কিন্তু এ বিষয়ে এখনই বিস্তারিত বলা আমার জন্য বারণ। প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানানো হবে সব। তবে হইচই-এর গল্প বলার ধরন আমার ভালো লাগে। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে ভালো কিছুই হবে মনে করছি।’
ওয়েব সিরিজটি নিয়ে নির্মাতা সানী সানোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিমকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের কথা স্বীকার করেন। তবে কাহিনি বা অন্যান্য বিষয়ে বিস্তারিত জানাতে তিনিও অপারগতা জানান। সানি জানান, এই বিষয়ে হইচই থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জানা গেছে, ওয়েব সিরিজটিতে বিদ্যা সিনহা মিমের সঙ্গে দেখা যাবে এফ এস নাঈম ও সুমিত সেন গুপ্তকে।
নতুন বছর ও বিবাহবার্ষিকী উদ্যাপন করতে দুবাই গিয়েছিলেন মিম। সেখানে স্বামী সনি পোদ্দারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। তাঁর ফেসবুক ঘুরে এলেই সেই আঁচ পাওয়া যায়।
দুবাই থেকে ফিরেই মিম ছুটে গেছেন কলকাতায়। অংশ নিয়েছেন ‘মানুষ’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে। মানুষ সিনেমাটি কলকাতার হলেও বানাচ্ছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দর। সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘এ সিনেমায় মন্দিরা নামে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি। এতে আমার সহশিল্পী জিৎ দাদা। বেশ কয়েক বছর বিরতি শেষে আবারও তাঁর সঙ্গে নতুন সিনেমায় কাজ করছি। সিনেমাটির গল্প, আমার চরিত্র—সবই এককথায় দুর্দান্ত। আমার ভীষণ ভালো লাগছে কাজ করে। এই সিনেমার পুরো ইউনিটটাই খুব ভালো। কাজের ব্যাপারে প্রত্যেকেই খুব সহযোগিতা করেন।’
অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে সময়টা ভালোই কাটছে বিদ্যা সিনহা মিমের। গত বছর মুক্তি পাওয়া তাঁর দুটি সিনেমাই দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সফলতার পর পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে শুরু করেছেন ‘মানুষ’ সিনেমার কাজ। এর মধ্যেই জানা গেল প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন মিম। নাম চূড়ান্ত না হওয়া এই সিরিজটি তৈরি হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য। বানাবেন সানী সানোয়ার।
নতুন এই ওয়েব সিরিজের বিষয়ে মিম বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করছি। ভালো গল্প, আর চরিত্রটাও দারুণ! অবশ্যই ভালো লাগছে। কিন্তু এ বিষয়ে এখনই বিস্তারিত বলা আমার জন্য বারণ। প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানানো হবে সব। তবে হইচই-এর গল্প বলার ধরন আমার ভালো লাগে। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে ভালো কিছুই হবে মনে করছি।’
ওয়েব সিরিজটি নিয়ে নির্মাতা সানী সানোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিমকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের কথা স্বীকার করেন। তবে কাহিনি বা অন্যান্য বিষয়ে বিস্তারিত জানাতে তিনিও অপারগতা জানান। সানি জানান, এই বিষয়ে হইচই থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জানা গেছে, ওয়েব সিরিজটিতে বিদ্যা সিনহা মিমের সঙ্গে দেখা যাবে এফ এস নাঈম ও সুমিত সেন গুপ্তকে।
নতুন বছর ও বিবাহবার্ষিকী উদ্যাপন করতে দুবাই গিয়েছিলেন মিম। সেখানে স্বামী সনি পোদ্দারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। তাঁর ফেসবুক ঘুরে এলেই সেই আঁচ পাওয়া যায়।
দুবাই থেকে ফিরেই মিম ছুটে গেছেন কলকাতায়। অংশ নিয়েছেন ‘মানুষ’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে। মানুষ সিনেমাটি কলকাতার হলেও বানাচ্ছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দর। সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘এ সিনেমায় মন্দিরা নামে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি। এতে আমার সহশিল্পী জিৎ দাদা। বেশ কয়েক বছর বিরতি শেষে আবারও তাঁর সঙ্গে নতুন সিনেমায় কাজ করছি। সিনেমাটির গল্প, আমার চরিত্র—সবই এককথায় দুর্দান্ত। আমার ভীষণ ভালো লাগছে কাজ করে। এই সিনেমার পুরো ইউনিটটাই খুব ভালো। কাজের ব্যাপারে প্রত্যেকেই খুব সহযোগিতা করেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪