Ajker Patrika

জেলা রেজিস্ট্রার ও স্ত্রীর সম্পদের হিসাব তলব

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০৫
জেলা রেজিস্ট্রার ও স্ত্রীর সম্পদের হিসাব তলব

গাজীপুর জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম ও তাঁর স্ত্রীর নামে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের উভয়ের নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এ চিঠি দেওয়া হয়েছে।

গতকাল রোববার দুদকের উপপরিচালক (গণ সংযোগ) মোহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্ঞাত আয় বহির্ভূত নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়া গেছে। সে জন্য গাজীপুর জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম এবং তাঁর স্ত্রী খুজিস্তা আক্তার বানুকে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী আগামী ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরিফ সাদেক আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক।

এ বিষয়ে অহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত