Ajker Patrika

সদস্য প্রার্থী দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ১০
সদস্য প্রার্থী দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর লোকজনের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেকজানপুর এলাকার কডু মিয়ার ছেলে আমির হোসেন (৫০), আ. জলিল মিয়ার ছেলে আশরাফুল হক (২০) ও আ. হক মিয়ার স্ত্রী খোরশেদা বেগম খুসু (৪৫)। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বাকিদের সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে এ বিরোধ আরও বেড়ে যায়। এ নিয়ে গত ২৬ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হন। এরপর থেকে উত্তেজনা বিরাজ করছিল। গত মঙ্গলবার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আবুল খায়েরের সমর্থকেরা নির্বাচনী মিছিল করেন। এ সময় মিছিলে অংশ নেওয়ায় এক যুবককে মারধর করে প্রতিপক্ষ সদস্য পদপ্রার্থী রিপন মোল্লার সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার রাতে প্রতিপক্ষের লোকজনের হামলার আশঙ্কায় আবুল খায়েরের সমর্থকেরা এলাকার একটি নির্জন স্থানে অবস্থান নেন। বৃহস্পতিবার সকালে হামলা করা হবে না—এমন আশ্বাসে আবুল খায়েরের সমর্থকেরা নিজ নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় রিপন মোল্লার সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এরপর দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধসহ ঘটনাস্থলেই আবুল খায়েরের সমর্থক এক নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও ২২ জন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত