Ajker Patrika

অবকাঠামো নির্মাণ প্রকল্প শিগগির একনেকে উঠছে

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ১৩: ২৭
অবকাঠামো নির্মাণ প্রকল্প শিগগির একনেকে উঠছে

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আরএমইউ) অবকাঠামো নির্মাণ প্রকল্প শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠতে পারে। প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্পটি চলতি মাসেই অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার  পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে পরিকল্পনা কমিশনের নির্দেশনায় কয়েক দফা কাটছাঁট হয় প্রকল্পের। তবে শেষ পর্যন্ত প্রকল্প পাসের সম্ভাবনার কথা জানিয়েছে আরএমইউ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা ও গবেষণার পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ে থাকবে ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল। দেশের উত্তরাঞ্চলে মেডিকেল শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  প্রকল্পের ডিপিপি চূড়ান্ত করা হয়েছে। ডিপিপিতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকা। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন, হাসপাতাল, স্কুল ও ডে-কেয়ার সেন্টার নির্মাণ করা হবে। এ ধাপে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ হাজার কোটি টাকা।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০ শয্যার হাসপাতালে সেবার পরিসর বাড়বে কয়েক গুণ। বিশেষায়িত ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ভূমিকা রাখবে এ হাসপাতাল। রাজশাহী মহানগরীতে ৬৮ একর জায়গায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। মোট ৬৯টি বিভাগ থাকবে এ বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে ৮০টি মেডিকেল, নার্সিং, ডেন্টাল কলেজ এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের প্রায় ১২ হাজার শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম এগিয়ে চলেছে এখানে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ জেড এম মোস্তাক হোসেন বলেন, ‘প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আশা করছি চলতি মাসের মধ্যেই প্রকল্পটি একনেকে অনুমোদন পাবে। অনুমোদন পেলে খুব শিগগির অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করা হবে।’ তিনি বলেন, চিকিৎসকের পাশাপাশি দক্ষ নার্স তৈরির জন্য ক্যাম্পাসে একটি নার্সিং ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করা হবে।

ইতিমধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে আরএমইউর আওতাধীন করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের অধীন ১৩টি সরকারি ও ১৩টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। দুটি সরকারি ও পাঁচটি বেসরকারি ডেন্টাল কলেজ, ছয়টি সরকারি ও ৩১টি বেসরকারি নার্সিং কলেজ, একটি সরকারি ও দুটি বেসরকারি স্বাস্থ্য শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ৭৪টি অধিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে।

আরএমইউ ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস, বিডিএস, ফিজিওথেরাপি ও ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) কোর্স সফলভাবে পরিচালনা করছে। ডাটা এন্ট্রি, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, পরীক্ষার জন্য ফরম পূরণসহ সব কার্যক্রম ডিজিটালভাবে ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত