Ajker Patrika

মোটরসাইকেল মহড়া দেওয়ায় জরিমানা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ২৪
মোটরসাইকেল মহড়া দেওয়ায় জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিধিভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করায় এক ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার বিকেলে জুনিয়াদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দোলুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘জুনিয়াদহ ইউনিয়নের দলুয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বর্তমান সাধারণ সদস্য (মেম্বার) মোছা. আজমীরা খাতুনের (তালা) সমর্থকেরা মোটরসাইকেলের শো-ডাউন বের করেন।’

অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করেন।

এ বিষয়ে ইউপি সদস্য প্রার্থী আজমীরা খাতুন বলেন, ‘মোটরসাইকেল মিছিল করলে আইনভঙ্গ হবে জানা ছিল না।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন বলেন, ‘নির্বাচন বিধিমালা ভঙ্গ করে ওই প্রার্থীর সমর্থকেরা মোটরসাইকেল শোডাউন বের করেছিলেন। তাঁকে দুই হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে নির্বাচন বিধি পালনে সতর্ক করা হয়েছে।’

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত