Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি, জরিমানা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৫: ২৫
মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি, জরিমানা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মেয়াদোত্তীর্ণ আটা বিক্রির দায়ে ডিলারসহ ১০ মুদি দোকানিকে ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বাংলাবাজার ও বোগলাবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ্র, দোয়ারাবাজার থানার এএসআই নোমালসহ প্রশাসনের লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি ব্র্যান্ডের আটা ডিলারের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিক্রির মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় বাংলাবাজারের ডিলার সালাহ্ উদ্দিনকে ১ লাখ টাকা, মুদি ব্যবসায়ী আব্দুল সামাদ ৩০ হাজার, রইস উদ্দিন ২ হাজার, হেলাল উদ্দিন ২ হাজার, আজিম উদ্দিন ৫ হাজার, আব্দুল কাদির ৫ হাজার, হাকিম আলী ৫ হাজার এবং বোগলা বাজারের আবুল হোসেন ২ হাজার, মতিউর রহমান ১০ হাজার ও মোশারফকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, ভোক্তা অধিকার আইনে তাঁদের কাছ থেকে ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ওই কোম্পানির ডিলারকে সতর্ক করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ আটা নিজ উদ্যোগে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত