Ajker Patrika

ভোটকেন্দ্রে থাকবেন পুলিশসহ ৪৪ জন

হোমনা প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ২৪
ভোটকেন্দ্রে থাকবেন পুলিশসহ ৪৪ জন

হোমনার চান্দেরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্থগিত কেন্দ্রে আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রটিতে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৪ জন সদস্য মোতায়েন থাকবেন। গতকাল সোমবার হোমনা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সংঘর্ষের কারণে চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘গত ২৮ নভেম্বর উপজেলায় ইউপি নির্বাচনে ৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। এই কেন্দ্রে সমস্যা হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘একটি অবাধ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রটিতে ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবেন।’ সভায় যানজট নিরসন, চুরি, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত