Ajker Patrika

৮ ইউপিতে পুরোনো মাঝি

নাগরপুর প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০২: ৩৬
৮ ইউপিতে পুরোনো মাঝি

নাগরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে ৩টি ইউপিতে নতুন প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন। বাকি ৮টি ইউপিতে গতবারের প্রার্থীরাই দলীয় মনোনয়ন পেয়েছেন। ২৮ নভেম্বর উপজেলার ১১টি ইউপিতে নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন এসব প্রার্থী।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন—নাগরপুর সদর ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, সহবতপুর ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিসুর রহমান আনিস, বেকড়া আটগ্রাম ইউপিতে সাবেক কৃষক লীগের আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান মো. শওকত হোসেন।

সলিমবাদ ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, পাকুটিয়া ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামীম খান, গয়হাটা ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল হক, মোকনা ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শরিফুল ইসলাম।

দপ্তিয়র ইউপিতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হাশেম, মামুদনগর ইউপিতে ওই ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মো. জজ কামাল, ভাদ্রা ইউপিতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হামিদুর রহমান ও ধুবরিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান।

দলীয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সহবতপুর ইউপিতে গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে পরাজিত হয়েও এবার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আনিসুর রহমান আনিস। পাকুটিয়া ইউপিতে পরাজিত প্রার্থী আইনজীবী আজহারুল ইসলামের জায়গায় এবারে নতুন মুখ মো. শামীম খান।

অন্যদিকে দপ্তিয়র ইউপিতে গতবার পরাজিত হয়েও এবার মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হাশেম। মোকনা ইউপিতে গতবার পরাজিত হয়েও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শরিফুল ইসলাম এবারও মনোনয়ন পেয়েছেন। ভাদ্রা ইউপিতে গতবার পরাজিত হয়েও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হামিদুর রহমান এবারও মনোনয়ন পেয়েছেন।

অপরদিকে মামুদনগর ইউপিতে গতবারের পরাজিত প্রার্থী শেখ কামালের জায়গায় এবারে নতুন মুখ মো. জজ কামাল। গয়হাটা ইউপিতে গতবার পরাজিত হয়েও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল হক এবারও মনোনয়ন পেয়েছেন। সলিমবাদ ইউপিতে এবার নতুন মুখ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকিরুল ইসলাম উলিয়াম আজকের পত্রিকাকে বলেন, ‘সম্ভাবনাময় ব্যক্তিরাই এবারের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন। দলীয় মনোনয়ন পেতে প্রত্যেক ইউনিয়নে একাধিক নেতা-কর্মী আগ্রহ দেখান। তাঁদের মধ্য থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা করে কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। তাঁদের জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত