Ajker Patrika

তামিমের ‘তামিম’ হয়ে ওঠার চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৫: ১৮
তামিমের ‘তামিম’ হয়ে ওঠার চ্যালেঞ্জ

আজকের পত্রিকার ফেসবুক পেজে গত পরশু একটা জরিপ চালানো হয়েছিল। প্রশ্নটা ছিল ওপেনিংয়ে তামিম ইকবালের বিকল্প হিসেবে কাকে চান? এক দিনে তিন হাজারের বেশি ভোট পড়েছে। জরিপে ৬২ শতাংশ ভোট পেয়েছেন তানজীদ হাসান তামিম। গতকাল এই তামিমই এশিয়া কাপে বাংলাদেশ দলের বড় চমক হয়ে এসেছেন।

জুলাইয়ের শেষ সপ্তাহের কথা। ইমার্জিং এশিয়া কাপ খেলে ফিরেছেন মাত্র। দল ভালো করেনি। তবে তানজীদ হাসান তামিমের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন নেই। সেদিন তাঁর সঙ্গে কথায় কথায় উঠল ‘তামিম’ নাম-প্রসঙ্গও। একজন বাংলাদেশ ক্রিকেটের মহিরুহে পরিণত হয়েছেন। আরেকজন কুঁড়ি।

তামিম ইকবাল থাকতেই যদি চলে আসেন জাতীয় দলে, নাম নিয়ে তো বেশ মজা হবে তাহলে? জুনিয়র তামিম হাসেন, ‘এসব তো এখনো মাথায় আসেনি!’ ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তিন সতীর্থ জাতীয় দলে এসেছেন, আপনি কবে আসবেন? রসিকতার ছলে করা প্রশ্নে তাঁর উত্তর ছিল, ‘চেষ্টা করে যাই, কপালে থাকলে হবে ইনশা আল্লাহ’। বেশি অপেক্ষা করতে হয়নি, দুই সপ্তাহের মধ্যে স্বপ্নের দুয়ারে চলে এলেন তিনি।

গতকাল সিনিয়র তামিমও ছিলেন মাঠে, তিনি এখন চোট কাটিয়ে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়ায় ব্যস্ত। দল ঘোষণার পর তাঁকে আর মাঠে দেখা যায়নি। তখনই জুনিয়র তামিমকে দেখা গেল দলের অনুশীলনে। বাংলাদেশ সিনিয়র তামিমের উত্তরসূরি বাছাইয়ের পথে হাঁটতে শুরু করেছে—এ ছবিতেই পরিষ্কার। তানজিদ তামিম মনেপ্রাণে তামিম ইকবালকেই আদর্শ মানেন। আজকের পত্রিকাকে কদিন আগে যেমন বলছিলেন, ‘আমার আদর্শ তামিম ভাই। ছোট থেকে তাঁর অনেক খেলা দেখেছি।’ দুজনই বাঁহাতি, একই ব্যাটিং পজিশন—এখন তাঁর চ্যালেঞ্জ তামিমের বড় জুতোয় পা গলানো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত