Ajker Patrika

লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে যুবলীগ নেতা খুন

ময়মনসিংহ প্রতিনিধি
লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে যুবলীগ নেতা খুন

ময়মনসিংহে লুডু খেলাকে কেন্দ্র করে পারভেজ মিয়া নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শহরের ২৯ নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকায় বাড়ির পাশে রাস্তায় গত শুক্রবার সন্ধ্যায় এই হত্যার ঘটনা ঘটে। পারভেজ ময়মনসিংহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। প্রতিবেশী দীলিপ বাহিনীর লোকজন এই হামলা চালায় বলে অভিযোগ পারভেজের পরিবারের সদস্যদের। পুলিশ বলছে, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজীব নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে কাজ করছে।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে লুডু খেলা নিয়ে পারভেজের চাচাতো ভাই সিদ্দিকুর রহমান এবং দীলিপের ভাগনে হিরণের কথা-কাটাকাটি হয়। এ বিষয়কে কেন্দ্র করে সন্ধ্যার দিকে দেশি অস্ত্র নিয়ে দীলিপের লোকজন হামলা চালিয়ে গুরুতর আহত করেন যুবলীগ নেতা পারভেজ মিয়াকে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন দীলিপের লোকজন। এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। সামান্য ঘটনায় পারভেজকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্বজনরা। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাঁদের।

নিহত পারভেজের মা ফাতেমা বেগম বলেন, ‘ছেলে প্রতিদিন রাত ১১টা থেকে ১২টার মধ্যে বাসায় ফেরে। শুক্রবার সারা দিন বাসায় ছিল। সন্ধ্যার পর চা খেতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। ছেলের দোষ সে এলাকার নেতা। সবাই তাঁকে মান্য করে। কিন্তু এ কারণে তাকে প্রাণ দিতে হবে ভাবতে পারিনি।’

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, ‘পারভেজকে হত্যা করে দীলিপরা আমাকে শুধু বিধবা করেনি। তার তিনটি সন্তানকে এতিম করেছে। এখন আমি কীভাবে সন্তানদের সান্ত্বনা দেব। আমি কোত্থেকে তাদের বাবাকে এনে দেব। বড় ছেলের বয়স ৮ বছর হলেও বাকি দুই মেয়ে একেবারে ছোট। এখন আমি কীভাবে চলব?’

নিহত পারভেজের চাচাতো ভাই সিদ্দিকুর রহমান বলেন, ‘লুডু খেলার সময় দীলিপের ভাগনে হিরণের সঙ্গে আমার বাগ্‌বিতণ্ডা হয়। তখন আবার সঙ্গে সঙ্গে ঝামেলা শেষও হয়ে যায়। কিন্তু এই কারণে ভাইকে প্রাণ দিতে হবে আগে জানলে আর খেলাতেই যেতাম না।’ 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘পূর্ববিরোধের পাশাপাশি লুডু খেলাকে কেন্দ্র করে দীলিপদের লোকজন পারভেজকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত