Ajker Patrika

বুলবুলের সুরে বাপ্পার ‘পঙ্গু মুক্তিযোদ্ধা’

বুলবুলের সুরে বাপ্পার ‘পঙ্গু মুক্তিযোদ্ধা’

২০০৭ সালের দিকে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ মুক্তিযুদ্ধবিষয়ক গান নিয়ে একটি অ্যালবাম করার অনুরোধ জানান সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। বিশ্বজিতের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি হয় ‘বিজয়ের প্রাপ্তি’ নামের অ্যালবাম। সিডিতে প্রকাশ পেলেও প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা গানগুলো অপ্রকাশিত ছিল অনলাইনে। বিজয় দিবস উপলক্ষে গানগুলো নতুন করে অনলাইনে প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। গতকাল প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের গাওয়া গান ‘পঙ্গু মুক্তিযোদ্ধা’।

‘একটি যুদ্ধ একটি দেশ একটি মুক্তির অঙ্গীকার, একটি তীব্র আর্তচিৎকার আর পঙ্গু দুটি পা, একটি হুইলচেয়ার আর আমি, হাতে জয়ের পতাকা’—এমন কথায় গানটি লিখেছেন মেজর আনিসুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। 

বাপ্পা মজুমদারগানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের মতো কিংবদন্তি সুরকারের গান গাওয়া যেকোনো শিল্পীর জন্য গর্বের। আমি সেই সৌভাগ্যবানদের একজন। পঙ্গু মুক্তিযোদ্ধা অসাধারণ একটি গান হয়েছে। কিন্তু অনলাইনে না থাকায় গানটি শোনার উপায় ছিল না। নতুন করে অনলাইনে প্রকাশ করায় একটি গান নতুন জীবন পেল।’

গানচিলের কর্ণধার গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘বুলবুল ভাইয়ের অসাধারণ এক সৃষ্টি ছিল অ্যালবামটি। সেই সময়ে শিল্পী কুমার বিশ্বজিতের অনুরোধে গানগুলো করেছিলেন তিনি। এখন যেহেতু সিডির যুগ নেই, অনলাইনই গান শোনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তাই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধবিষয়ক গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দিতে নতুন করে অনলাইনে প্রকাশের উদ্যোগ নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত