Ajker Patrika

ভারতের পশ্চিমবঙ্গ: গ্রাম পঞ্চায়েত ভোটে সহিংসতা, নিহত ১৫

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৮: ৫০
ভারতের পশ্চিমবঙ্গ: গ্রাম পঞ্চায়েত ভোটে সহিংসতা, নিহত ১৫

পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের পঞ্চায়েত নির্বাচন ঘিরে সহিংসতা-সংঘর্ষ বেড়েই চলেছে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে রাজ্যের এই পঞ্চায়েত ভোট। এই নির্বাচনপ্রক্রিয়া চলাকালে এখন পর্যন্ত ১৫ জন সহিংসতায় প্রাণ হারিয়েছেন।

গতকাল সোমবার সকালেও উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় এক তৃণমূল কর্মীর লাশ উদ্ধার হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিতোষ মণ্ডল। তাঁর স্ত্রীর দাবি, তাঁকে খুন করা হয়েছে। তৃণমূলের সাংসদ ডা. শান্তনু সেনও অভিযোগ করেছেন, রাজনৈতিক সহিংসতার শিকার তাঁদের দলীয় কর্মী পরিতোষ। তবে পুলিশের সন্দেহ, বোমা বানাতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন।

এদিকে বিভিন্ন গ্রামে চলা উত্তেজনার মধ্যে এদিন সকালে পুরুলিয়া জেলার মানবাজারে এক বিজেপি কর্মীর লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম বঙ্কিম হাঁসদা। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুর্বৃত্তরা তাঁদের কর্মীকে খুন করেছেন। তবে তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা দোষ চাপিয়েছে বিজেপির গোষ্ঠী কোন্দলের দিকে।

অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে সহিংসা বাড়ায় উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টও। তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে ভোট পরিচালনার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই বাহিনীর সদস্যদের ঘাটতি রয়েছে অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী গতকাল হাইকোর্টে এক দফার বদলে একাধিক দফায় ভোট গ্রহণের আবেদন জানান। আদালত আবেদনটি গ্রহণ করায় পঞ্চায়েত ভোট নিয়ে নতুন করে অনিশ্চয়তাও দেখা দিয়েছে।

তবে প্রচারে কমতি নেই। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূলের হয়ে প্রচারে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাতিজা দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার বিভ্রাটে অসুস্থ মমতা এদিন ভার্চুয়ালি প্রচারে অংশ নেন। জোর প্রচার চালাচ্ছে বিজেপিসহ অন্য বিরোধীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত