Ajker Patrika

রিকশাচালকদের স্মারকলিপি

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৩৩
রিকশাচালকদের স্মারকলিপি

সিলেট নগরীতে বৈধভাবে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। মহানগর ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ পক্ষ থেকে এই স্মারকলিপি পেশ করেন নেতারা।

গতকাল সোমবার দুপুরে পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাক গ্রহণ ও বিতরণ শাখায় স্মারকলিপি পেশ করা হয়। প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, আমরা সিলেটের রিকশা-ইজিবাইকের মালিক ও শ্রমিকেরা দীর্ঘদিন ধরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বৈধভাবে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালিয়ে অত্যন্ত পরিশ্রম করে উপার্জন করে পরিবারের খরচ চালিয়ে আসছি। বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে আমাদের পরিবারের সদস্যরা অর্ধাহারে অনাহারে কোনো রকমে দিন যাপন করছে।

এমন প্রেক্ষাপটে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইতিমধ্যে আদালত থেকেও ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে দেশব্যাপী প্রায় ১ কোটি ৫০ লাখ রিকশা মালিক ও শ্রমিকের মধ্যে বৃহত্তর সিলেটের প্রায় ১০ লাখ মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ সব মালিক ও শ্রমিক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান সরকার যখন উন্নয়নের রোল মডেল, তখন রিকশাশ্রমিক মালিকদের সঙ্গে এ আচরণ অত্যন্ত অমানবিক। প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার প্রতি সহনশীল ও নিজ এলাকার রিকশা চালকের কষ্ট দেখে চালককে চাকরির ব্যবস্থা করে দেন। তারই ধারাবাহিকতায় রিকশা শ্রমিক ও মালিকদের বৈধভাবে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচলের সুযোগ করে দেওয়া সময়ের অপরিহার্য দাবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত