Ajker Patrika

স্পেশাল জজ আদালতে বিচারক নেই তিন মাস

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ২৩
স্পেশাল জজ আদালতে বিচারক নেই তিন মাস

বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে প্রায় ৩ মাস ধরে কোনো বিচারক নেই। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। এ আদালতের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম।

গত ১০ অক্টোবর বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মহসিন উল হক বদলি হয়ে যান। এরপর থেকে ওই আদালতের বিচারক পদ শূন্য রয়েছে। ওই আদালতে বর্তমানে ৫ শতাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

বাকেরগঞ্জের এক বিচার প্রার্থী জানান, তিনি এক মাস ধরে ঘুরছেন। কিন্তু মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। যার দরুন ভোগান্তির পাশাপাশি টাকাও ব্যয় হচ্ছে যাতায়েতে। মেহেন্দীগঞ্জের অপর এক বিচার প্রার্থী জানান, কবে মামলার কার্যক্রম চলবে তা তার অজানা।

আদালতের একাধিক আইনজীবীও একই কথা জানিয়ে দ্রুত বিচারক নিয়োগের দাবি জানান।

বরিশাল আদালতের আইনজীবী অ্যাডভোকেট মোক্তার হোসেন সরদার বলেন, ‘এটি জনগুরুত্বপূর্ণ আদালত। ৩ মাস ধরে এখানে কোনো বিচারক নেই। যে কারণে অনেক দুর্ভোগ দেখা দেয়।’

অপর আইনজীবী অ্যাডভোকেট কাজী মনির বলেন, ‘এ আদালতে বিচারক নিয়োগ জরুরি। না হলে বিচার প্রার্থীরা যাবেন কোথায়?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত