Ajker Patrika

গাঁজা সেবন নিয়ে বিতণ্ডা ছুরি মেরে তরুণকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২: ০৭
গাঁজা সেবন নিয়ে বিতণ্ডা ছুরি মেরে তরুণকে হত্যা

গাঁজা সেবন নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে শেখ আকাশ (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আকাশ ওই গ্রামের শেখবাড়ির উত্তরপাড়ার হুমায়ুনের ছেলে। তিনি চিনাইর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে সুলতানপুর গ্রামের দক্ষিণপাড়ার একটি স্কুলের সামনে আকাশ গাঁজা সেবন করেন এমন অভিযোগে তাঁর সঙ্গে উত্তরপাড়ার রিফাতের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টির মীমাংসা করে দেন। সেই সঙ্গে তাঁদের বাড়ি ফিরে যেতে বলেন।

পরে বিকেলে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আকাশ বন্ধুদের নিয়ে খেলা দেখতে যান। খেলা শেষে মধ্যপাড়া এলাকায় আড্ডা দেওয়ার সময় রিফাত ও তাঁর সহযোগীরা আকাশের ওপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় আকাশের বুকে ও মাথায় ছুরিকাঘাত করেন রিফাত। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আকাশকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন ফায়েজ (১৬), আরমান (২০), রাকিব (১৪) ও মাসুম (১৭)। তাঁদের বাড়ি একই ইউনিয়নে। আহতদের ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন বলেন, আকাশের মাথা-বুকে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত